আর্কাইভ থেকে এশিয়া

ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করলো ৯ দেশ

ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করলো ৯ দেশ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচার বোমা হামলার প্রতিবাদে ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে তুরষ্কসহ নয়টি দেশ। সবশেষ রাষ্ট্রদূত প্রত্যাহার করা দেশের তালিকায় রয়েছে চাঁদ ও দক্ষিণ  আফ্রিকা। এর আগে,অপর ৭টি দেশ তেলআবিব থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে। মার্কিন গণমাধ্যম সিএনএন ও কাতারভিত্তিক আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন  করা দেশগুলো হলো-বাহরাইন, বলিভিয়া, চাদ, চিলি, কলাম্বিয়া, হন্ডুরাস, জর্ডান, দক্ষিণ আফ্রিকা ও তুরস্ক। এর মধ্যে ইসরাইলের সঙ্গে সব রকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে বলিভিয়া। এদিকে, আলজাজিরার আরেক প্রতিবেদনে বলা হয়,জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, ইসরাইলের হামলা জোরদার হওয়ার সঙ্গে সঙ্গে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা শিশুদের জন্য কবরস্থানে পরিণত হচ্ছে।প্রতি ঘণ্টা পার হওয়ার সঙ্গে সঙ্গে মানবিক অস্ত্রবিরতির প্রয়োজনীয়তা আরও বেশি বাড়ছে বলেও তিনি মন্তব্য করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন ইসরায়েল | নিজেদের | রাষ্ট্রদূত | প্রত্যাহার | করলো | ৯ | দেশ