আর্কাইভ থেকে বাংলাদেশ

হিমাগারের আলু নিয়ে সংঘর্ষ, নিহত ১

হিমাগারের আলু নিয়ে সংঘর্ষ, নিহত ১

জমি থেকে হিমাগারে আলু নেয়াকে কেন্দ্র করে মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন মারা গেছেন।   

আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ফকিরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেন মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব।

নিহত ব্যক্তি হলেন- মো. জুয়েল ফকির (২৮)। তিনি ওই এলাকার মো. হাফিজ উদ্দিন ফকিরের ছেলে। তিনি মুন্সিরহাট এলাকায় ফলের ব্যবসা করতেন।

পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরকেওয়ার ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ ফকির ও সাধারণ সম্পাদক মন্টু দেওয়ান বংশের লোকজনের সঙ্গে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে তাদের মধ্যে আগেও কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে। কয়েক বছর আগে স্থানীয়ভাবে মীমাংসা করা হয়।

তবে কয়েকদিন ধরে জমি থেকে ট্রলিতে করে আলু হিমাগারে নেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে নতুন করে বিরোধ তৈরি হয়। জমি থেকে হিমাগারে ফকির বংশের লোকজনদের আলু নিতে বাধা দিচ্ছিলেন দেলোয়ার ঢালি ও দেওয়ান বংশের লোকজন। এ নিয়ে বুধবার তাদের মধ্যে সংঘর্ষ হয়। রাতে ফকির বংশের ওপর ঢালি ও দেওয়ানরা  হামলা করে। এতে ফকির বংশের জুয়েল ফকির নিহত হন।

তিনি আরও জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

তাসনিয়া রহমান

 

এ সম্পর্কিত আরও পড়ুন হিমাগারের | আলু | নিয়ে | সংঘর্ষ | নিহত | ১