আর্কাইভ থেকে বাংলাদেশ

বায়তুল মোকাররমের নতুন খতিব মুফতি রুহুল আমিন

বায়তুল মোকাররমের নতুন খতিব মুফতি রুহুল আমিন

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের নতুন খতিব নিয়োগ পাচ্ছেন বরেণ্য আলেম ও গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদরাসার মহাপরিচালক (মুহতামিম) হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন। ধর্ম মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) প্রজ্ঞাপন জারি হতে পারে।

বায়তুল মোকাররমের খতিব অধ্যাপক মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিনের স্থলাভিষিক্ত হলেন মুফতি রুহুল আমিন। মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিন ৩ ফেব্রুয়ারি মারা যান।

কওমি আলেম-উলামার দাবির পরিপ্রেক্ষিতে সরকার কওমি মাদরাসার সনদের যে স্বীকৃতি দিয়েছে এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মুফতি রুহুল আমিন। ২০১৮ সালের ৪ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শোকরানা মাহফিলে মুফতি রুহুল আমিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধিতে ভূষিত করেন।

তিনি বিশিষ্ট আলেম আল্লামা শামছুল হক ফরিদপুরীর (রহ.) ছোট ছেলে। তার বাবা উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা মাওলানা হুসাইন আহমাদ মাদানীর একান্ত শিষ্য ছিলেন। ঢাকার ফরিদাবাদ, বড় কাটারা, লালবাগ মাদরাসাসহ দেশের অসংখ্য মসজিদ-মাদরাসা তার প্রত্যক্ষ কিংবা পরোক্ষ উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন বায়তুল | মোকাররমের | নতুন | খতিব | মুফতি | রুহুল | আমিন