আর্কাইভ থেকে দেশজুড়ে

আ: লীগ ক্ষুধা ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে : মোরশেদ আলম এমপি

আ: লীগ ক্ষুধা ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে : মোরশেদ আলম এমপি
আওয়ামী লীগের আমলে কেউ না খেয়ে মরবে না। কারণ, আওয়ামী লীগ ক্ষুধা ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু দেশটাকে গড়েছেন, কিন্তু উন্নয়ন দিতে পারেনি। ঘাতকরা তাকে হত্যা করেছে। যে কারণে আওয়ামী লীগ একুশ বছর ক্ষমতার বাইরে ছিল। বলেছেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম (এমপি)। রোববার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কাদরা ইউনিয়ন পরিষদ-সংলগ্ন নজরপুর টংকু আবদুল রহমান মেমোরিয়াল একাডেমি মাঠে আয়োজিত মতবিনিময় ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কাদরা ইউনিয়ন পরিষদ এ আলোচনাসভার আয়োজন করে। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রায় দুই হাজার উপকারভোগী এ সভায় অংশগ্রহণ করেন। মোরশেদ আলম বলেন, নৌকা মানে উন্নয়ন। নৌকা মার্কায় ভোট দিলে আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে, আপনারা উপকৃত হবেন। প্রধানমন্ত্রী ২০ রকমের ভাতা দিয়ে থাকে। এ ভাতা শেখ হাসিনার আগে কেউ আপনাদের দেয়নি। তিনি বলেন, স্বাধীনতার পরে বঙ্গবন্ধু সাড়ে তিন বছর ক্ষমতায় ছিল। ২১ বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল। এ ২১ বছরে যারা ক্ষমতায় আসছে, তারা দেশটাকে একেবারে জাহান্নামে নিয়ে গেছে। কারণ, তারা তো দেশ সৃষ্টি করেনি। ভাতাভোগীদের নৌকায় ভোট দেওয়ার শপথ করিয়ে মোরশেদ আলম বলেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আর ভুল করবেন না। তিনি আরও বলেন, সত্যিকার বাবাকে স্বীকার করতে হবে। দেশটা সৃষ্টি করেছে বঙ্গবন্ধু, বাবা না থাকলে সন্তানের জন্ম হয় না। দেশের পরিচয় দিতে হলে জাতির পিতার পরিচয় দিতে হয়। সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় কাদরা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক, সেনবাগ উপজেলা ভাইস চেয়ারম্যান মো. গোলাম কবির, সেনবাগ উপজেলা সমাবসেবা অফিসার বোরহান উদ্দিন, আওয়ামী লীগ নেতা সামছুদ্দিন রিয়াদ প্রমুখ। এএম/  

এ সম্পর্কিত আরও পড়ুন আ | লীগ | ক্ষুধা | ও | দারিদ্র্য | বিমোচনের | লক্ষ্যে | কাজ | করে | যাচ্ছে | | মোরশেদ | আলম | এমপি