আর্কাইভ থেকে বাংলাদেশ

'দেশে কোর্ট-কাচারির দরকার কি'

'দেশে কোর্ট-কাচারির দরকার কি'

একটি মামলার প্রস্তুতি নিতে ১০ বছর সময় লাগে, বিষয়টি খুবই লজ্জাজনক। এভাবে চলতে থাকলে আদালতের প্রয়োজন নেই। জানিয়েছেন সর্বোচ্চ আদালত ।  

আজ রোববার (৩ এপ্রিল) সকালে অর্পিত সম্পত্তির শুনানিতে ১০ বছরেও শুরু না হওয়ায় ক্ষোভ জানিয়েছে আপিল বিভাগের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। 

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, একজনের ভিটে বাড়ি অন্যজন নিয়ে যাবে, তাহলে দেশে কোর্ট-কাচারি থাকার দরকার কি?  

মগবাজারে একটি অর্পিত সম্পত্তি দখলে নেয় বিসিএস প্রশাসন কল্যাণ বহুমুখী সমবার সমিতি। যার দাবীদার একজন মুক্তিযোদ্ধা কমান্ডার।

তাসনিয়া রহমান

 

এ সম্পর্কিত আরও পড়ুন দেশে | কোর্টকাচারির | দরকার