আর্কাইভ থেকে জাতীয়

‘ইসির অনুমতি ছাড়া সরকারি কর্মকর্তাদের বদলি নয়’

‘ইসির অনুমতি ছাড়া সরকারি কর্মকর্তাদের বদলি নয়’
সরকারি কোনো কর্মকর্তাকে নির্বাচন কমিশনের (ইসি) অনুমতি ছাড়া বদলি করা যাবে না। জানালেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে এ কথা বলেন সচিব জাহাংগীর। ইসি সচিব বলেন, তফসিল ঘোষণার পর আজ থেকে বদলি ও নিয়োগের ক্ষেত্রে আগে থেকে ইসির অনুমতি নিতে হবে। সংবিধানের ১২৬ অনুচ্ছেদ এবং আরপিও -এর ৫ অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচনের কাজে সহায়তা দেওয়া নির্বাহী বিভাগের কর্তব্য। কোনও কর্মকর্তা দায়িত্ব পাওয়ার পরে তাকে অব্যাহতি না দেয়া পর্যন্ত চাকরির অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি ইসির অধীনে প্রেষণে আছেন বলে গণ্য হবে। এছাড়া আরপিও -এর ৪৪ অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচনের সময়সূচি জারি হওয়ার পর থেকে ফল ঘোষণার পর ১৫ দিন পর্যন্ত ইসির অনুমতি ছাড়া কোনো কর্মকর্তা-কর্মচারীকে অন্যত্র বদলি না করার বিধান রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন ইসির | অনুমতি | ছাড়া | সরকারি | কর্মকর্তাদের | বদলি