আত্মহত্যার পথ বেছে নেয়াকে ভুল বলেছিলেন তানজিন তিশা। সম্প্রতি নিজেই সে পথ বেছে নিয়েছেন দেশের জনপ্রিয় টিভি অভিনেত্রী।
বুধবার (১৫ নভেম্বর) মধ্যরাতে রাজারবাগে নিজ বাসায় ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন এই অভিনেত্রী। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিশা।
হাসপাতালে ভর্তি প্রসঙ্গে শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, তানজিন তিশা গতরাতে হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে তার বোন তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখান থেকে তিশাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জানা গেছে, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে তিশার। তবে বেশকিছু দিন ধরে তাদের মধ্যে ঝামেলা চলছিল। যার রেশেই আত্মহত্যার পথ বেছে নেন তিশা। অথচ এক সপ্তাহ আগে দেয়া এক সাক্ষাৎকারে তিশা জানিয়েছিলেন, ডিপ্রেশন থেকে আত্মহত্যার পথ বেছে নেয়াটা ভুল সিদ্ধান্ত।
ওই সাক্ষাৎকারে তিশাকে বলা হয়, মিডিয়ায় কিছুদিন আগেই জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু প্রেমের সম্পর্কের জটিলতায় ডিপ্রেশন থেকে আত্মহত্যার পথ বেছে নেন। হিমুর ওই আত্মহত্যা ও মিডিয়ায় তারকাদের আত্মহত্যা করার চেষ্টা বেড়ে যাওয়া প্রসঙ্গে তিশার অভিমত কী?
এমন প্রশ্ন শোনার পর সংবাদমাধ্যমে তার উত্তর দিলেও এমন প্রশ্নের উত্তর আর দ্বিতীয়বার দেবেন না বলে জানিয়েছিলেন অভিনেত্রী। বলেছিলেন, ‘আমি সব সময় মিডিয়ায় কথা বলতে চাই, আমার কাজ নিয়ে। এর বাইরে কোনো বিষয়ে মন্তব্য আমি করতে চাই না। আশা করি, এ প্রশ্ন এবারই প্রথম আর এবারই শেষ করা হবে আমাকে।’
এরপর প্রশ্নের উত্তরে তিশা বলেছিলেন, ডিপ্রেশন থেকে সুইসাইড করা সবচেয়ে বড় ভুল আমি মনে করি। আর এ ডিপ্রেশন থেকে কোনো অভিনয় শিল্পীর সুইসাইড করাটা আসলেই দুঃখজনক। তবে শুধু মিডিয়ায় নয়, আমি মনে করি বাংলাদেশের অনেক জায়গায় এ ভুল অনেকে করছেন।
ওই সাক্ষাৎকারে এই ভুল থেকে সবাইকে বের হওয়ারও অনুরোধ জানিয়েছিলেন তিশা। অথচ সে সাক্ষাৎকারের এক সপ্তাহ পরে নিজেই প্রেমের জটিলতায় ডিপ্রেশন থেকে আত্মহত্যার চেষ্টা করেছেন জনপ্রিয় এ অভিনেত্রী।
এ সম্পর্কিত আরও পড়ুনসুইসাইডকে | ভুল | পথ | বলে | নিজেই | বেছে | নিলেন | পথ