আর্কাইভ থেকে ফুটবল

১৪ ম্যাচ জিতে উড়তে থাকা আর্জেন্টিনাকে মাটিতে নামালো উরুগুয়ে

১৪ ম্যাচ জিতে উড়তে থাকা আর্জেন্টিনাকে মাটিতে নামালো উরুগুয়ে
কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে হারের পর টানা ১৪ ম্যাচ জিতে উড়তে থাকা আর্জেন্টিনাকে মাটিতে নামালো উরুগুয়ে।  সেটিও আবার আর্জেন্টাইন কোচ মারসেলো রিয়েলসার কৌশলে। শুক্রবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উরুগুয়ের কাছে ২-০ গোলে হেরেছে আলবিসেলেস্তারা। খেলার শুরু থেকেই দুই দলই যতো বেশি গোলের সুযোগ তৈরি করতে পারেনি, তাঁর থেকে বেশি মেতে ছিল ফাউল আর ধাক্কাধাক্কিতে। দুই দল মিলে প্রথমার্ধে শট নিয়েছে মাত্র তিনটি আর ফাউল করেছে ১৭ টি। ১৯ তম মিনিটে ফাউলের পর মেজাজ হারায় দুই দলই। এমনকি মেসিও জড়িয়ে পরেন ধাক্কাধাক্কিতে। খেলাও বন্ধ থাকে একটু। দুই মিনিট পর বক্সের একটু বাইরে মেসিকে ফাউল করেন মানুয়েল উগারতে। আর মাঠে এমন ঘটনার পর ম্যাচ শেষে জুনিয়রদের ভদ্রতা শেখার কথাও বলেন আর্জেন্টাইন অধিনায়ক।    

এ সম্পর্কিত আরও পড়ুন ১৪ | ম্যাচ | জিতে | উড়তে | থাকা | আর্জেন্টিনাকে | মাটিতে | নামালো | উরুগুয়ে