আর্কাইভ থেকে হলিউড

ভক্তের কারণে কনসার্ট স্থগিত করলেন টেইলর সুইফট

ভক্তের কারণে কনসার্ট স্থগিত করলেন টেইলর সুইফট
কনসার্ট শুরু হওয়ার মাত্র কয়েক মিনিট দেরি। এরই মধ্যে ওই কনসার্ট স্থগিত করে দেন বর্তমান সময়ের তুমুল জনপ্রিয়  পপ তারকা টেইলর সুইফট।কনসার্টে গান শুনতে এসে ২৩ বছর বয়সি এক ভক্ত হৃদযন্ত্রে জটিলতার কারণে আচমকা মারা যাওযায়ওই শো স্থগিত করেন। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির প্রতিবেদনে বলা হয়,গত শুক্রবার কনসার্ট শুরুর আগেই অ্যানা ক্লারা বেনেভিডস্ নামের ওই ভক্তের মৃত্যু হয়। তাই রিও-র এস্টাডিও অলিম্পিকো নিল্টন স্যান্টোসতে হওয়া শো স্থগিত করে দেন তিনি। তিনি আরও বলেন, আমার বিশ্বাস হচ্ছে না এ কথাগুলো আমাকে জানাতে হচ্ছে। শো-এর কিছুক্ষণ আগে আমি আমার এক ভক্তকে হারিয়েছি। খুবই দুঃখের বিষয় যে সে অত্যন্ত সুন্দরী এবং কমবয়সি একজন নারী ছিলেন। অমি বলে বোঝাতে পারবো না, এ ঘটনা আমার হৃদয়কে কতটা প্রভাবিত করেছে। এ ঘটনার বর্ণনা করতে গিয়ে তিনি মানসিকভাবে কিছুটা দুর্বল হয়ে যান। তিনি বলেন, স্টেজে গিয়ে এ ব্যাপারে মন্তব্য করা আমার পক্ষে অসম্ভব।কারণ, এ ব্যাপারে কথা বলতে গেলেই আমার হৃদয় দুঃখ ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। তার বন্ধু এবং পরিবারের সঙ্গে আমিও তার শূণ্যতা অনুভব করছি। ৩৩ বছর বয়সি এই তারকার কথায় স্পষ্টই বোঝা যায়, ভক্ত এবং কনসার্টে আগমনকারীদের নিয়ে তিনি চিন্তিত। এক বার্তায় এই পপ তারকা বলেন, আমি স্টেডিয়ামের গ্রিনরুম থেকে বলছি। রিও-র উচ্চ তাপমাত্রার কারণে আজকে রাতের শো স্থগিতের সিদ্ধান্ত নিতে হয়েছে। অনুষ্ঠান সংশ্লিষ্ট, শিল্পী এবং ভক্তদের জন্যই এ সিদ্ধান্ত। সকলের নিরাপত্তা নিশ্চিত করা আমার কাছে অধিক গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত, চলতি বছর গ্র্যামির মনোনয়নে জয়জয়কার নারী সংগীত শিল্পীদের। যেখানে রয়েছেন বিশ্বখ্যাত পপতারকা টেলর সুইফটও। গ্র্যামিতে সুইফটের মনোনয়ন পাওয়া বরাবরই প্রত্যাশিত। তবে এ বছর মনোনয়নের মাধ্যমে গ্র্যামির ইতিহাসে আরেকটি সোনালি পালক যোগ করলেন এই গায়িকা। ‘অ্যান্টি-হিরো’ গানটির মাধ্যমে বছরের সেরা গান হিসেবে মনোনয়ন পেয়েছেন সুইফট। একজন গীতিকার হিসেবে এটি তার ৭ম মনোনয়ন। স্যার পল ম্যাককার্টনি এবং লিওনেল রিচির ৬টি করে মনোনয়নকে ছাড়িয়ে গেছেন সুইফট। পাশাপাশি বছরের সেরা অ্যালবাম এবং বছরের সেরা রেকর্ড বিভাগেও মনোনীত হয়েছেন ৩৩ বছর বয়সী এই সঙ্গীত শিল্পী। তিনি এখন টেক্কা দিচ্ছেন এসজেডএ, রদ্রিগো ও মাইলি সাইরাসের সঙ্গে। এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডে রেকর্ডও গড়েছেন টেইলর সুইফট। বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় এই পপ তারকা  ছয়টি মনোনয়ন পেয়েছেন।এবার মনোনয়নসহ ‘সং অব দ্য ইয়ার’ বিভাগে মোট সাতটি মনোনয়ন পেলেন সুইফট,যা গ্র্যামিতে রেকর্ড সৃষ্টি করেছে।এ ছাড়া তার আলোচিত ‘মিডনাইটস’ অ্যালবামের কারণেও মনোনয়ন পেয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন ভক্তের | কারণে | কনসার্ট | স্থগিত | টেইলর | সুইফট