আর্কাইভ থেকে বাংলাদেশ

পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ শরিফ!

পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ শরিফ!

পাকিস্তানের সুপ্রিম কোর্ট সে দেশের জাতীয় পরিষদকে বহাল করে এক রায় দিয়েছে এবং প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে এক অনাস্থা প্রস্তাব অনুমোদন করেছে। শনিবার প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর আনা অনাস্থা প্রস্তাবের ভোট হবে।

আদালত একই সাথে আগামী শনিবার স্থানীয় সময় বেলা সাড়ে দশটায় সময় জাতীয় পরিষদের অধিবেশন বসার নির্দেশ দিয়েছে।

আদালতের এই রায়ের অর্থ হলো বিরোধীদল শনিবার প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর অনাস্থা ভোট করে তাকে পরাজিত করবে, এবং তাকে শুধু চেয়ে চেয়ে দেখতে হবে।

৩৪২ আসনের পাকিস্তান জাতীয় পরিষদে সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে অন্তত ১৭৩ জন সদস্যের সমর্থন পেতে হবে। কিন্তু তার বিরোধীরা অনাস্থা প্রস্তাব তোলার আগেই ১৭৭ জন সদস্যের সমর্থন সংগ্রহ করে রেখেছে।

অনাস্থা ভোটে ইমরান খানের বিদায় নিশ্চিত ধরে নিয়ে সম্ভাব্য নতুন ফেডারেল সরকার গঠনের আলোচনা শেষ করেছে বিরোধী জোট। নতুন সরকারের প্রধানমন্ত্রী হতে পারেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফ।

বিরোধী জোটের সূত্রগুলোর বরাত দিয়ে দ্য এক্সপ্রেস ট্রিবিউন আরও বলছে, জাতীয় সরকারের মতো নতুন ফেডারেল সরকার গঠন করা হবে। এতে আনুপাতিক হারে শরিক দলগুলোর প্রতিনিধিত্ব থাকবে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন পাকিস্তানের | প্রধানমন্ত্রী | হচ্ছেন | শাহবাজ | শরিফ