আর্কাইভ থেকে আইন-বিচার

নৌকায় ভোট চেয়ে আওয়ামীপন্থি আইনজীবীদের মিছিল

নৌকায় ভোট চেয়ে আওয়ামীপন্থি আইনজীবীদের মিছিল
নৌকায় ভোট চেয়ে ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণে মিছিল করেছে আওয়ামীপন্থি আইনজীবীরা। এসময় তারা প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এরপর ঢাকা আইনজীবী সমিতির সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে তাদের কর্মসূচি শেষ হয়। বুধবার (২২ নভেম্বর) আওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরুর নেতৃত্বে শতাধিক আইনজীবী এ মিছিল অংশ নেন। এসময় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. আব্দুল্লাহ আবু, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল বাতেন, ঢাকা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শেখ হেমায়েত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা বলেন, আগামী ৭ জানুয়ারি নির্বাচনের আগ পর্যন্ত সবাই সজাগ থাকবেন। যাতে কেউ নৈরাজ্য করতে না পারে। কেউ নৈরাজ্য করতে আসলে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। নির্বাচনে সকল অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু গণমাধ্যমে বলেন, সন্ত্রাসকে পরিহার করুন, মানুষ আপনাদের (বিএনপি) পক্ষে থাকলে নির্বাচনে আসুন। আদালত প্রাঙ্গণে কেউ সন্ত্রাস করতে চাইলে আইনজীবীরা তাদের মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন নৌকায় | ভোট | চেয়ে | আওয়ামীপন্থি | আইনজীবীদের | মিছিল