আর্কাইভ থেকে বাংলাদেশ

এ বছর ১০ লাখ মুসল্লি হজ করতে পারবেন

এ বছর ১০ লাখ মুসল্লি হজ করতে পারবেন

গেলো দুই বছর পর এ বছর ১০ লাখ ধর্মপ্রাণ মুসল্লিকে হজের অনুমতি দিয়েছে সৌদি আরব। তবে এ বছর ৬৫ বছরের কম বয়সি এবং করোনার পূর্ণ ডোজ টিকা নিয়েছেন এমন লোকজনই কেবল হজের সুযোগ পাবেন।

আজ শনিবার (৯ এপ্রিল) সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ ঘোষণা দেয়া হয়। সূত্র: আনাদোলুর।

মন্ত্রণালয় থেকে দেয়া ঘোষণায় বলা হয়, হজে যাওয়ার পূর্বে মানতে হবে বেশকিছু নিয়ম। এই বছর হজে আসা লোকদের অবশ্যই ৬৫ বছরের কম বয়সী হতে হবে এবং হজ আবেদনের জন্য কোভিড টিকা সম্পূর্ণ করতে হবে। হজযাত্রীদের অবশ্যই করোনা নেগেটিভ সনদ থাকতে হবে। এছাড়া, হজ পালনে আগ্রহীদের স্বাস্থ্য সতর্কতার পাশাপাশি বাধ্যতামূলক কোভিড পিসিআর পরীক্ষা করতে হবে।

২০১৯ সালে সারা বিশ্ব থেকে ২৫ লাখ মানুষ পবিত্র হজ পালনের সুযোগ পেয়েছিলেন। করোনার কারণে ২০২০-২১ সালে সীমিত আকারে শুধুমাত্র সৌদিতে অবস্থানরত সীমিত সংখ্যক মানুষ হজ পালনের অনুমতি পান।  আর গেলো বছর ৬০ হাজার মানুষ পবিত্র পালন করার সুযোগ পান।

তাসনিয়া রহমান

 

এ সম্পর্কিত আরও পড়ুন এ | বছর | ১০ | লাখ | মুসল্লি | হজ | করতে | পারবেন