আর্কাইভ থেকে দেশজুড়ে

মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের দেলদুয়ারে যাত্রীবাহী একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ডুবাইল ইউনিয়নের নাটিয়াপাড়া বাসস্ট্যান্ড নামক এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, পোশাককর্মীদের নামিয়ে বাসটি মহাসড়কের নাটিয়াপাড়া বাসস্ট্যান্ড নামক এলাকায় দাঁড়ানো ছিলো। হঠাৎ রাত সাড়ে ১১টা দিকে বাসে ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার আগুন দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা তা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ওসি মোস্তাফিজুর রহমান জানান, ধারণা করা হচ্ছে যে- নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এমন ঘটিয়েছে। তবে, বিষয়টি তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এ সম্পর্কিত আরও পড়ুন মহাসড়কে | দাঁড়িয়ে | থাকা | বাসে | আগুন