আসছে ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (কালীগঞ্জ-সদরের একাংশ) আসনে প্রার্থী হয়েছেন তৃতীয় লিঙ্গের উর্মি। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া বর্তমান সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকির বিপক্ষে তিনি ‘একতারা’ প্রতীকে ভোটে লড়বেন। বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) প্রার্থী হিসেবে এরইমধ্যে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বিএসপির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর ঘোষিত প্রার্থী তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
বর্তমান নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়া দুটি দলের একটি হলো বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি)।বিএসপি নেতৃত্বাধীন লিবারেল ইসলামিক জোটের সদস্যরা একতারা প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করবেন।
ভোটে লড়ার বিষয়টি উর্মি নিজেও একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচিত হলে তিনি সবসময় জনগণের পাশে থাকবেন। বিএসপি তাকে মনোনয়ন দেওয়ায় দলের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উর্মি বলেন,‘এ ঘোষণায় আমি আনন্দিত। কারণ জনসেবায় নিজেকে উৎসর্গ করার সুযোগ পেয়েছি। আমি ভোটে নির্বাচিত হয়ে সর্বস্তরের মানুষের পাশে থাকতে চাই।’
জোটের শরিক দলগুলো হলো- শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর নেতৃত্বাধীন বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), শাহ সুফি সৈয়দ আলম নুরী আল সুরেশ্বরীর আশিক্কীনে আউলিয়া ঐক্য পরিষদ বাংলাদেশ, মিছবাহুর রহমান চৌধুরীর ইসলামী ঐক্যজোট, মাহবুবুর রহমান জয় চৌধুরীর বাংলাদেশ জনদল (বিজেডি), হাসরত খান ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ ভাসানী) ও ফারাহনাজ হক চৌধুরীর কৃষক শ্রমিক পার্টি।