দক্ষিণ আফ্রিকা সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ভারত। সেই সফরে ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজে বিরাট কোহলি ও অধিনায়ক রোহিত শর্মাকে বাদ দিয়ে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে টেস্ট দলে রাখা হয়েছে দুজনকেই।
রোহিতের বদলে ওয়ানডে সিরিজে ভারতের অধিনায়কত্ব করবেন উইকেটকিপার–ব্যাটসম্যান লোকেশ রাহুল। আর টি–টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দিবেন চলমান অস্ট্রেলিয়া সিরিজে অধিনায়কত্ব করা সূর্যকুমার যাদব।
তবে ওয়ানডে সংস্করণের দল থেকে বাদ পড়েছেন সূর্যকুমার। চোটের কারণে ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজের দলে নেই মোহাম্মদ শামিও। অবশ্য ভারতের টেস্ট দলে আছেন তিনি।
টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, যশস্বী জয়সোয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রুতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষান (উইকেটকিপার), লোকেশ রাহুল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, মোহাম্মদ শামি, যশপ্রীত বুমরা (সহ-অধিনায়ক) ও প্রসিধ কৃষ্ণা।
টি–টোয়েন্টি দল: যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, রুতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিংকু সিং, শ্রেয়াস আইয়ার, ঈশান কিষান (উইকেটকিপার), জিতেশ শর্মা (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা (সহ–অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণয়, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার ও দীপক চাহার।
ওয়ানডে দল:
রুতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শন, তিলক বর্মা, রজত পাতিদার, রিংকু সিং, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), সানজু স্যামসন (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, আবেশ খান, আর্শদীপ সিং ও দীপক চাহার।