পাকিস্তানের সাধারণ নির্বাচন সামনে রেখে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়েছে। এই পদে ইমরান খানের স্থলাভিষিক্ত হয়েছেন ব্যারিস্টার গহর খান। দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ওমর আইয়ুব খান। এছাড়া, আলী আমিন গেন্দাপুর খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ও ইয়াসমিন রশিদ পাঞ্জাব প্রদেশ শাখা পিটিআইয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন।
পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার (০১ ডিসেম্বর)দলের কয়েকটি গুরুত্বপূর্ণ পদে ভোটাভুটিতে ইমরান খানের মনোনীত প্রার্থী গওহর খানকে চেয়ারম্যান পদে নির্বাচিত হন।
পিটিআইয়ের প্রধান নির্বাচন কমিশনার নিয়াজুল্লাহ নিয়াজির উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়,ব্যারিস্টার গহর আলী খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন।
নির্বাচিত হয়ে পেশোয়োরে এক সংবাদ সম্মেলনে গহর খান বলেন,“আমরা দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। আমি যতদিন এখানে এই পদে আছি ততদিন ইমরান খানের প্রতিনিধি হিসেবে কাজ করবো।ইমরান খান নৈতিক আন্দোলনের কারণে কারাগারে রয়েছেন। আমরা কারোর বিরুদ্ধে লড়াই করবো না।”
প্রসঙ্গত, আসছে ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।ইমরান খান কারাবন্দী ও নির্বাচনে করতে না পারার কারণে দলটি নির্বাচনে যাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এরই পরিপ্রেক্ষিতে ইমরান খানের আইনজীবী হিসেবে পরিচিত ব্যারিস্টার গহর খানকে পিটিআইয়ের প্রধানের দায়িত্ব দেওয়া হলো।