আর্কাইভ থেকে বাংলাদেশ

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভে ৫ শতাধিক লোক নিহত

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভে ৫ শতাধিক লোক নিহত

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনে পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে পাঁচ শতাধিক বেসামরিক মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৪ জন শিশুও রয়েছে।

গেলো ২৪ ফেব্রুয়ারি পূর্ব ইউরোপের এই দেশটিতে রাশিয়া সামরিক অভিযান শুরুর পর থেকে বিপুল সংখ্যক এসব মানুষ প্রাণ হারিয়েছেন।

খারকিভের গভর্নরের বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে। খারকিভ শহর ও এই অঞ্চলটি রাশিয়া সীমান্তের কাছেই অবস্থিত।

গভর্নর ওলেগ সিনেগুবভ টেলিবার্তায় বলেন, রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে খারকিভ অঞ্চলে ৫০৩ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৪ জন শিশুও রয়েছে। নিহতরা সবাই নিরীহ বেসামরিক মানুষ, আমরা তাদের কখনো ক্ষমা করব না।

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে যুদ্ধের আগে জনসংখ্যা ছিল প্রায় ১৫ লাখ। রাশিয়ার সীমান্ত অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শহরটি রুশ সামরিক বাহিনীর হামলার অন্যতম প্রধান লক্ষ্যবস্তু ছিল।

 

এ সম্পর্কিত আরও পড়ুন ইউক্রেনের | পূর্বাঞ্চলীয় | শহর | খারকিভে | ৫ | শতাধিক | লোক | নিহত