আর্কাইভ থেকে এশিয়া

হিজাবে নিষেধাজ্ঞা, ‘ক্লাসই হতে দেব না’ হুমকি অভিভাবকদের

হিজাবে নিষেধাজ্ঞা, ‘ক্লাসই হতে দেব না’ হুমকি অভিভাবকদের
সরকারি স্কুলে ছাত্রীদের ক্লাসের ভেতরে হিজাব খুলতে বলায় তাদের পরিবারের সদস্যরা হুমকি দিল স্কুল কর্তৃপক্ষকে। ঘটনাটি ভারতের বিহারের শেখপুরায়। জানা গেছে, উৎক্রমিত মধ্য বিদ্যালয়ের অধ্যক্ষ এই হুমকির ঘটনায় অভিযোগ জানিয়ে চিঠি লিখেছিলেন জেলা শিক্ষা অফিসে। জেলার শিক্ষা অফিসার ওমপ্রকাশ সিং জানান, গেলো ২৯ নভেম্বর এই ঘটনা ঘটেছে। স্কুলের শিক্ষকরা মুসলিম ছাত্রীদের হিজাব খুলতে বলেছিলেন ক্লাসরুমে। এর পরই তাদের অভিভাবকরা অধ্যক্ষকে জানিয়ে দেন, যদি হিজাব পরতে না দেয়া হয় তাহলে তারা স্কুলই চলতে দেবেন না! এই ধরনের হুমকিকে যে ভালো ভাবে নেয়া হচ্ছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে তাও জানিয়েছেন ওমপ্রকাশ। শিগগিরি স্কুলটি পরিদর্শনে যাবেন ব্লক শিক্ষা অফিসার। তিনি তদন্ত করে রিপোর্ট জমা দিলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। ওমপ্রকাশ বলেছেন, এই ধরনের কোনও আচরণ যে বরদাস্ত করা হবে না। ক্লাসে কোনও ধরনের পর্দা পরিধানের অনুমতি দেয়া হবে না। যদি এই কারণে নিরাপত্তায় বিঘ্ন ঘটানো হয় তাহলে আইনি পথে যেতে হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন হিজাবে | নিষেধাজ্ঞা | ক্লাসই | হতে | দেব | হুমকি | অভিভাবকদের