আর্কাইভ থেকে শিক্ষা

‘গোষ্ঠিগত স্বার্থসিদ্ধির জন্যই নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার’

‘গোষ্ঠিগত স্বার্থসিদ্ধির জন্যই নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার’
  গোষ্ঠীগত স্বার্থসিদ্ধির জন্যই নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। আসছে জাতীয় সংসদ নির্বাচনের কারণে এর সঙ্গে যুক্ত হয়েছে কিছু রাজনৈতিক পক্ষ। প্রায় ৮০০ গবেষকের ১১ বছর গবেষণার পরে বাস্তবায়ন করা হচ্ছে ২০২৩ শিক্ষাক্রম।বললেন শিক্ষামন্ত্রী ড.দীপুমনি। রোববার (৩ ডিসেম্বর) রাজধানীর পরীবাগে বিশ্ব সাহিত্য কেন্দ্রে বই বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভয়ানক অপপ্রচার চলছে। এমনকি ধর্মীয় বিষয় নিয়েও উস্কানি দেয়া হচ্ছে। এজন্য শিক্ষাক্রমের সঙ্গে কোনভাবেই সংশ্লিষ্ট নয় এমন ভিডিও ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।শিক্ষকদের প্রশিক্ষণের সময় নিজেদের মধ্যে মজার ছলে বানানো ভিডিওকে শিক্ষাক্রমের ভিডিও বলে চালানো হচ্ছে। দীপুমনি আরও বলেন, অভিভাবকরা দীর্ঘ সময় একটি প্রক্রিয়ার সঙ্গে অভ্যস্ত।তারা নম্বর পাওয়াকে মুখ্য মনে করেন।কিন্তু নম্বর পাওয়াটাই মুখ্য নয়।অভিভাবকদের মনে রাখতে হবে,ভালো রেজাল্টের পাশাপাশি সন্তান যেন ভালো মানুষ হয়।প্রযুক্তির সঙ্গেও যেন শিশুরা তাল মেলাতে পারে সে বিষয়েও নতুন শিক্ষাক্রমে গুরুত্ব দেয়া হয়েছে।      

এ সম্পর্কিত আরও পড়ুন গোষ্ঠিগত | স্বার্থসিদ্ধির | জন্যই | নতুন | শিক্ষাক্রম | নিয়ে | অপপ্রচার