আর্কাইভ থেকে জাতীয়

নির্বাচনে থাকছে সেনাবাহিনী: ইসি আলমগীর

নির্বাচনে থাকছে সেনাবাহিনী: ইসি আলমগীর
নির্বাচনে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে থাকবে সেনাবাহিনীও। নির্বাচন সুষ্ঠু করতেই প্রশাসনে রদবদল করা হচ্ছে। বিদেশিরা নির্বাচন কমিশনের (ইসি) কার্যক্রমে এখন পর্যন্ত সন্তুষ্ট। বললেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। মঙ্গলবার (৫ ডিসেম্বর) জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ইসি আলমগীর বলেন, নির্বাচনের পরিবেশ দেখে বিদেশিরা সন্তুষ্ট। নির্বাচন নিয়ে তাদের কোনো চাপ নেই। বরং নির্বাচন কমিশনের চাপে আছে অন্যরা। তিনি আরও বলেন, নির্বাচনকে প্রতিহত করতে বিচ্ছিন্ন কিছু সহিংস ঘটনা ঘটলেও তা ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে পারবে না। ভোটারদের ভালো উপস্থিতি থাকবে। ইসি আলমগীর আরও বলেন, যে কোনো কাজ করতে গেলেই চ্যালেঞ্জ থাকে। ছোটখাটো চ্যালেঞ্জ তো আছেই। তবে কর্মকর্তারা এমন কোনো চ্যালেঞ্জের কথা বলেননি যেটা আমাদের কাছে বড় ইস্যু হিসেবে দেখা দিয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন নির্বাচনে | থাকছে | সেনাবাহিনী | ইসি | আলমগীর