আর্কাইভ থেকে বাংলাদেশ

নোয়াখালীর আলোচিত আ.লীগ নেতা বাদল গ্রেপ্তার

নোয়াখালীর আলোচিত আ.লীগ নেতা বাদল গ্রেপ্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ মার্চ) বিকাল ৪টার দিকে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে থেকে পোশাকধারী পুলিশ তাকে তুলে নিয়ে যায়। পরে রাতে তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মিজানুর রহমান বাদলের ছোট ভাই রহিম উল্যাহর দাবি, তার ভাই নিজেই নোয়াখালী ডিবি পুলিশের হাতে ধরা দিয়েছে। 

উল্লেখ্য, গত দেড় মাস ধরে বাংলাদেশ আ’লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই মেয়র মির্জা কাদেরের সাথে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিরোধের জের ধরে পুরো উপজেলাজুড়ে এক অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়। একসময় দু’গ্রুপের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিলে পৃথক পৃথক এলাকায় দুইবার রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলিতে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরসহ সিএনজি  চালিত চালক আলাউদ্দিন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। 

বিকেল থেকে মিজানুর রহমান বাদলের গ্রেপ্তারের বিষয় নিয়ে আইন শৃঙ্খল বাহিনী কর্তৃক নানা গুঞ্জন হলেও পুলিশ গ্রেপ্তারের কথা অস্বীকার করেন। পরে সন্ধ্যা ৭ টার দিকে জেলা পুলিশ সুপার বাদলকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন। 

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন নোয়াখালীর | আলোচিত | আলীগ | নেতা | বাদল | গ্রেপ্তার