আওয়ামী লীগের সঙ্গে আসন বণ্টনের কোনো কথা বলি নাই। বলার প্রয়োজনও নাই। ভোটাররা কেন্দ্রে আসতে পারলে ১৯৯১ সালের মতো নীরব বিপ্লবও হয়ে যেতে পারে। বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে বনানীর নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জাপা চেয়ারম্যান বলেন, গতকাল (৬ ডিসেম্বর) আওয়ামী লীগের সঙ্গে সৌহার্দপূর্ণ আলোচনা হয়েছে। বিভ্রান্তিকর খবর এড়াতে আমরা আওয়ামী লীগের সঙ্গে বৈঠকের সময় ও স্থান গোপন করেছি। বৈঠকে কীভাবে শান্তিপূর্ণ নির্বাচন করা যায়, ভোটাররা যেন ভোটকেন্দ্রে আসেন, ভোটাধিকার প্রয়োগ করতে পারেন- এবস বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ দলটির আরও দুই একজন সিনিয়র নেতা, আর জাতীয় পার্টির পক্ষ থেকে আমি ও একজন কো-চেয়ারম্যান উপস্থিত ছিলাম।
চুন্নু আরও বলেন, আমরা চেষ্টা করছি ভোটটা সুষ্ঠু করার জন্য। ক্ষমতাশীনদের কাছে আমাদের গুরুত্বপূর্ণ বক্তব্য ছিল আপনার ইসির যা যা প্রয়োজন, অকুণ্ঠ চিত্তে সহযোগিতা করেন। যেন ভোটারদের আস্থা ফিরে আসে। তারা আমাদের কথা দিয়েছে যেকোনো মূল্যে ইসিকে সহযোগিতা করবেন।
আওয়ামী লীগের নেতারা সুষ্ঠু ভোটের আশ্বাস দিয়েছেন জানিয়ে জাতীয় পার্টির এই নেতা বলেন, তাদের আশ্বাসে আমরা মোটাসোটাভাবে আশ্বস্ত হয়েছি। বিশ্বাস করেছি। আগামী দিনগুলোতে কী হবে, সেটার অপেক্ষায় আমরা থাকবো।