আর্কাইভ থেকে বাংলাদেশ

কক্সবাজারে মাটির নিচ থেকে বেরোচ্ছে আগুন

কক্সবাজারে মাটির নিচ থেকে বেরোচ্ছে আগুন

কক্সবাজার সরকারি কলেজের সামনে ইলিয়াছ মিয়া হাইস্কুল সংলগ্ন এলাকায় একটি স্থানে মাটির ভেতর থেকে আগুন বের হয়। রোববার (১৭ এপ্রিল) বিকাল ৫ টা থেকে প্রায় ২ঘন্টা আগুন বের হবার পর ফায়ার সার্ভিস একটি দল সেখানে গিয়ে আগুন নিভায়।

হঠাৎ আগুন উদ্‌গীরণ নিয়ে স্থানীয় লোকজনের মাঝে বেশ কৌতূহলের সৃষ্টি হয়। মুহূর্তেই রহস্যময় এ আগুন দেখতে বিপুল উৎসুক জনতা ভিড় করে সেখানে। তবে আগুন নিভলেও ধোঁয়া বের হচ্ছে।

স্থানীয়রা জানান, বিকেলের দিকে ওই স্থানে একটি গর্ত থেকে ধোঁয়া বের হওয়া শুরু হয়। এটি আস্তে আস্তে বড় হতে থাকে। পরে ধোঁয়া আগুনে রূপ নেয়। পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এটি কিসের আগুন তা নিয়ে এখনো সঠিক সিদ্ধান্ত মেলেনি।  

কক্সবাজার ফায়ার স্টেশনের সহকারী পরিচালক শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল প্রায় এক ঘণ্টা ধরে পানি ছিটিয়ে আগুন নিভিয়ে দেওয়ার চেষ্টা করে। 
শাহাদাত হোসেন বলেন, মনে হচ্ছে মাটির ভেতরে চাপা গাছ থেকে আগুনের উদ্‌গীরণ হয়েছে। এটি নিয়ে কাজ করছি আমরা।

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন কক্সবাজারে | মাটির | নিচ | বেরোচ্ছে | আগুন