আর্কাইভ থেকে আন্তর্জাতিক

আর নিরাপদ জায়গা নেই গাজায়

আর নিরাপদ জায়গা নেই গাজায়
ফিলিস্তিনের গাজা ভূখন্ডের দক্ষিণাঞ্চলে এখনো হামলা চালাচ্ছে ইসরাইল। আর এখানেই পালিয়ে এসেছেন উত্তর গাজার বাসিন্দারা। কিন্তু ইসরাইলি হামলায় নিরাপদ আশ্রয় বলে এখানে কিছু থাকছে না। ইসরাইলি সেনাবাহিনী দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহর ঘিরে অভিযান চালাচ্ছে। তাদের দাবি এখানে হামাস নেতারা এই শহরে আছে। স্থানীয় বাসিন্দা হানা আওয়াদ জানান, তারা  এমন একটি পর্যায়ে এসে পৌছেছেন যেখানে তাদের নিরাপত্তা বলে কিছু নেই। আমরা চাকরি , বাড়িঘর, নিজেদের শহরসহ সবকিছু হারিয়ে ফেলেছি। উত্তর গাজার হাজার হাজার মানুষের মতন হানা ও তার পরিবারও  মিসরের রাফা ক্রসিংয়ের কাছে চলে এসেছিলেন। উল্লেখ্য, হামলার শুরুতে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছিল গাজার উত্তরাঞ্চলের মানুষ যেন দক্ষিণাঞ্চলের দিকে চলে যায়। কিন্তু দক্ষিণ গাজাতেও ইসরাইল সমানে বোমাবর্ষণ করছে।

এ সম্পর্কিত আরও পড়ুন আর | নিরাপদ | জায়গা | নেই | গাজায়