আর্কাইভ থেকে বাংলাদেশ

কৃষকের স্বপ্ন ভেসে গেলো জলে

কৃষকের স্বপ্ন ভেসে গেলো জলে

সুনামগঞ্জে ভারি বৃষ্টিপাত ও উজানের ঢলে বাঁধ ভেঙে ও নদীর পাড় উপচে ১৭টি হাওর ডুবেছে। একই তলিয়ে গেছে বোরো ফসলের জমি । মঙ্গলবার (১৯ এপ্রিল) বাঁধ ভেঙে গেলে একমাত্র ফসল হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে অনেকে। তবু আঁধাকাচা ধান ঘরে তোলার চেষ্টা করছে কৃষকরা । 
 
এ বিষয়ে কৃষি বিভাগ হতে বলা হয়, পুরো জেলায় ২ লাখ ২২ হাজার ৮০৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। এই ধান গোলায় তুলতে হাওরে প্রায় সাড়ে ৩ লাখ শ্রমিক কাজ করছেন। জেলায় ১৭টি হাওর ডুবে ৫ হাজার ৫৬০ হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছে। ধান কাটা হয়েছে ৬২ হাজার ৩১৪ হেক্টর জমির।

এদিকে সুরমা নদীর পানি গতকাল সোমবার বিকেলেও বিপৎসীমার কাছাকাছি ছিল। মঙ্গলবার সকালে সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে বিপৎসীমার মাত্র ৯ সেন্টিমিটার নিচ দিয়ে ৫.৯৬ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছিল। 

স্থানীয় বাসিন্দা ফরিদা বেগম বলেন,  ৬ বিঘা জমি ছিল। অনেক আশা নিয়ে জমিতে ধান করেছিলাম। এখন সব পানিতে তলিয়ে গেছে। আধা কিয়ার জমির ধান এখন কাঁচা কেটে ফেলছি। সন্তানদের নিয়ে কীভাবে চলব। 

পঞ্চগ্রামের বাসিন্দা ফয়সাল বলেন, ধানের স্বপ্ন এখন জলে, লিজ নিয়ে অনেক জমিতে ধান আবাদ করেছি। সব জমি পানিতে ডুবে গেছে। কিছু জমির ধান কাঁচা কাটতে পারছি। সেগুলোতে চাল হবে না। গরুর খড় হবে সম্ভবত। মনকে বুঝ দেওয়ার জন্য কাটা লাগছে। নয়তো কাটতাম না।
 
সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, ছোটবড় মিলিয়ে ১৭টি হাওর ডুবে গেছে। ২ লাখ ২২ হাজার ৮০৫ হেক্টর জমির মধ্যে এ পর্যন্ত ৫ হাজার ৫১০ হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে। হাওরের বাকি ফসল ঘরে তুলতে সর্বস্তরের মানুষ এখন ধান কাটছেন।


এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন কৃষকের | স্বপ্ন | ভেসে | গেলো | জলে