আর্কাইভ থেকে জাতীয়

শ্বশুরবাড়ির এলাকা থেকে এসপিকে বদলির জন্য ইসিতে আবেদন

শ্বশুরবাড়ির এলাকা থেকে এসপিকে বদলির জন্য ইসিতে আবেদন
শ্বশুরবাড়ির এলাকা থেকে যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দারকে বদলির জন্য নির্বাচন কমিশন (ইসি) বরাবর আবেদন করেছেন এলাকাবাসী। যশোরের বর্তমান এসপি এর উপর নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ এনে প্রধান নির্বাচন কমিশনার বরাবর চিঠি দিয়েছেন যশোর মনিরামপুর উপজেলার এলাকাবাসী। শনিবার (৯ ডিসেম্বর) মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ এলাকাবাসীর পক্ষে স্বাক্ষর করেন। চিঠির অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকেও পাঠিয়েছেন তারা। চিঠিতে বলা হয়, যশোরের বর্তমান এসপি মণিরামপুরের বর্তমান সংসদ সদস্য (এমপি) এবং পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের জামাই হিসাবে সু-পরিচিত। বর্তমান শার্শার এমপি আফিল উদ্দীনের সঙ্গেও রয়েছে তার চরম ব্যক্তি সম্পর্ক,যা আসন্ন নির্বাচনকে প্রভাবিত করবে। এতে আরও বলা হয়,  ইতোমধ্যে এসপি এর নির্দেশে মণিরামপুর থানার কর্মরত এসআই ও এএসআইরা প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের পক্ষ নিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। এর ফলে যশোরের ৬ টি আসনে সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়। উল্লেখ্য, গেলো প্রায় ৩ বছর ধরে যশোরের পুলিশ সুপারের দায়িত্ব পালন করছেন প্রলয় কুমার জোয়ার্দার। সম্প্রতি তিনি অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নিত পেয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন শ্বশুরবাড়ির | এলাকা | এসপিকে | বদলির | জন্য | ইসিতে | আবেদন