১ ডিসেম্বর মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত ছবি ‘অ্যানিম্যাল’। ছবিমুক্তির পর থেকেই আলোচনা-সমালোচনা চলছে পুরোদমে। রণবীর কাপূরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে দেখা গিয়েছে অভিনেত্রী তৃপ্তিকে ডিমরিকে। তার করা চরিত্রটি খুব বড় নয়, তবে অল্প সময়ে পর্দায় দর্শকদের নজর কেড়েছেন তৃপ্তি। রাতারাতি জাতীয় ক্র্যাশে পরিণত হয়েছেন তিনি। এই ছবির পর লাফ দিয়ে বেড়েছে তার সামাজিকমাধ্যমে অনুরাগীর সংখ্যা। ছয় লাখ থেকে তা গিয়ে দাঁড়িয়েছে ২০ লাখে। কিন্তু এই ছবি যেমন তৃপ্তিকে তার কাঙ্ক্ষিত পরিচিতি দিয়েছে, তেমনই বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী। কারণ, রণবীরের সঙ্গে শয্যাদৃশ্যে অভিনয়। এই প্রসঙ্গে নিজের যুক্তি দিয়েছেন অভিনেত্রী। তবে ভূয়সী প্রশংসা করছেন রণবীরের। এমন একটা স্পর্শকাতর দৃশ্যে অভিনয়ের সময় তাকে কী বলেছিলেন অভিনেতা?
সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে ঘিরে বাড়তে থাকা একাধিক বিতর্ক প্রসঙ্গে তৃপ্তি বলেন, ‘আমি অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম নিজে থেকেই। কেউ আমাকে বাধ্য করেনি। আমার এই পেশায় আসার কারণ, এই কাজটা আমার মধ্যে শিহরন জাগায়। আমি যখন অভিনয় করি, একটা চরিত্র হয়ে উঠি, তা আমার ক্ষতে মলম লাগায়।’
পাশাপাশি রণবীর কাপূর তাকে এমন একটা দৃশ্য অভিনয় করতে যে সাহায্য করছেন সেটাও জানান। তৃপ্তি জানান, ‘ওই দৃশ্য শুট করার সময় ঘরে পরিচালক, আমি, রণবীর ও চিত্রগ্রাহক ছাড়া অন্য কেউ ছিল না। রণবীর বার বার জিজ্ঞেস করছিল, ‘তুমি ঠিক আছ তো? তোমার কিছু প্রয়োজন আছে? তুমি স্বচ্ছন্দ তো?’’
তৃপ্তি বলেন, ‘যখন আশপাশের মানুষেরা তোমাকে এতটা সাপোর্ট করে, তখন আর কিছুই অস্বস্তিকর বলে মনে হয় না।’