কাঞ্চনের সঙ্গে বাঁধন হয়েছে আলগা! ছেলের জীবনে পিঙ্কিই সব
টালিউডের আনাচে কানাচে এখন ভেসে বেড়াচ্ছে কাঞ্চন-শ্রীময়ীর প্রেম গুঞ্জন। তাদের এ সম্পর্ক নিয়ে কাঞ্চনের স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কম জলঘোলা হয়নি।
বর্তমানে ছেলেকে নিয়ে পিঙ্কি আলাদা রয়েছেন। ছেলেকে কেন্দ্র করে কাঞ্চনের সঙ্গে তার প্রাক্তনের আইনি ঝামেলাও চলছে। সমাজমাধ্যমের বেশ সক্রিয় কাঞ্চন। তবে পিঙ্কিকে খুব বেশি ছবি পোস্ট করতে বা কথা বলতে দেখা যায় না।
ছেলেকে নিয়ে কী ভাবে কাটছে তার জীবন? এ মুহূর্তে ‘ফেরারী মন’ সিরিয়ালে দেখা যাচ্ছে তাকে। ১৪ ঘণ্টা সিরিয়ালের শুটিং করে ছেলেকে কী ভাবে সামলাচ্ছেন তিনি? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কথাই বললেন পিঙ্কি।
অভিনেত্রী বলেন, “আমরা ভাবি, বাচ্চারা কিছু বোঝে না, কিন্তু আসলে তেমনটা নয়। ওরা সব কিছু বোঝে। আমার ছেলে যদি সহযোগিতা না করত, তা হলে ‘সিঙ্গল মা’ হিসেবে ওকে সামলে কাজ চালিয়ে যেতে পারতাম না। ও জানে, মা শুটিংয়ে রয়েছে, তাই পড়াশোনাটা নিজেকেই করতে হবে। আমরা একসঙ্গে লেকে হাঁটতে যাই, একসঙ্গে আকাশ, তারা দেখি। অনেক সময় যেটা জানি না, সে বিষয়ে ওর থেকে পরামর্শও নিই।”
অন্য দিকে সম্প্রতি দেখা গিয়েছে, ধুমধাম করে নিজের বাড়িতে রাস উৎসব পালন করেছেন কাঞ্চন। সব কিছু তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন শ্রীময়ী। ছেলে এবং স্ত্রীকে ছাড়াই নিজের মতো করে জীবন গুছিয়ে নেয়ার চেষ্টা করছেন তিনিও। আর পিঙ্কির জগৎ এখন শুধুই ছেলেকে ঘিরে আবর্তিত।
এ সম্পর্কিত আরও পড়ুনকাঞ্চনের | সঙ্গে | বাঁধন | হয়েছে | আলগা | ছেলের | জীবনে | পিঙ্কিই