আর্কাইভ থেকে দেশজুড়ে

আচরণবিধি লঙ্ঘনে পরিকল্পনামন্ত্রীকে শোকজ

আচরণবিধি লঙ্ঘনে পরিকল্পনামন্ত্রীকে শোকজ
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনে (শান্তিগঞ্জ- জগন্নাথপুর ) আওয়ামী লীগের দলীয় প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। নোটিশে এম এ মান্নানকে ১৭ ডিসেম্বর কমিটির কাছে এ বিষয়ে লিখিত ব্যাখা দিতে বলা হয়েছে। সুনামগঞ্জ-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির পক্ষ থেকে যুগ্ম জেলা জজ (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল) রশিদ আহমেদ মিলন স্বাক্ষরিত এমন চিঠি বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানকে দেয়া হয়। নোটিশে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের খবর অনুযায়ী তিনি গেলো ৯ ডিসেম্বর একটি দলের মনোনয়ন পাওয়ার পর শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের রামেশ্বরপুর বাজারে এবং ১২ ডিসেম্বর জগন্নাথপুর উপজেলার আউশকান্দি ইউনিয়নের বড় ফেছি বাজারে কর্মীসভার ব্যানারে উন্মুক্ত জনসভায় অংশ নেন। নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে এগুলো সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ ২০০৮ এর বিধি ১২ বিধান লঙ্ঘন হয়েছে বলে প্রতীয়মান। বিষয়টি তদন্ত করে কেন নির্বাচন কমিশনে প্রতিবেদন প্রেরণ করা হবে না আগামি ১৭ ডিসেম্বর সকাল ১০ টায় কমিটির কাছে লিখিত ব্যাখা দিতে বলা হয়েছে। পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বললেন, আমি আইন মান্যকারী মানুষ। আওয়ামী লীগের একজন কর্মী। দলের কর্মী সভায় উপস্থিত হয়েছিলাম। ওখানকার উচ্ছাস উপেক্ষা করা যায়নি। এটা ঠিকও হয়নি। অবশ্যই সবাইকে আইন মানতে হবে। আমি আদালতের নির্দেশ অনুযায়ী ব্যাখ্যা প্রদান করবো। সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে টানা তিনবারের এমপি এম মান্নান। এবারও তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। এই আসনে অন্য প্রতিদ্বন্দ্বীরা হলেন, তৃণমূল বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহীনুর পাশা চৌধুরী, বাংলাদেশ জাতীয় পার্টির তালুকদার মো. মকবুল হোসেন, জাতীয় পার্টি’র তৌফিক আলী, জাকের পার্টির মো. নজরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মাহ্ফুজুর রহমান খালেদ।

এ সম্পর্কিত আরও পড়ুন আচরণবিধি | লঙ্ঘনে | পরিকল্পনামন্ত্রীকে | শোকজ