আর্কাইভ থেকে এশিয়া

পাকিস্তানে আবারও বন্ধ টিকটক

পাকিস্তানে আবারও বন্ধ টিকটক

পাকিস্তানে আবারও নিষিদ্ধ হলো জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। অশালীন কন্টেন্ট প্রচারের দায়ে বৃহস্পতিবার চীনা অ্যাপটি নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। ফলে ছয় মাসের কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো নিষিদ্ধ হলো অ্যাপটি।

পাকিস্তানি গণমাধ্যম জানায়, টিকটকের বিরুদ্ধে দায়ের করা পিটিশনের শুনানি শেষে এই আদেশ দেন পেশোয়ার হাইকোর্টের প্রধান বিচারপতি।

গেল অক্টোবরে একই ধরনের অভিযোগে পাকিস্তানে নিষিদ্ধ হয় টিকটক। ওই সময় বলা হয়, অনৈতিক এবং অশ্লীল কন্টেন্ট বাছাই করতে ব্যর্থ হয়েছে অ্যাপটি। তবে দশ দিনের মাথায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। বলা হয়, অশ্লীল কন্টেন্ট প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে আশ্বস্ত করেছে টিকটক কর্তৃপক্ষ। তবে তা বাস্তবায়ন না হওয়ায় আবারও কঠোর অবস্থানে গেল পাকিস্তানের আদালত।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন পাকিস্তানে | আবারও | বন্ধ | টিকটক