আর্কাইভ থেকে এশিয়া

গাজায় যুদ্ধ দ্রুত শেষ করতে যুক্তরাষ্ট্রের আহ্বান

গাজায় যুদ্ধ দ্রুত শেষ করতে যুক্তরাষ্ট্রের আহ্বান
গাজা উপত্যকায় ‘নিকট ভবিষ্যতে’ যুদ্ধ শেষ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৪ ডিসেম্বর) তেল আবিবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং অন্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এ আহ্বান জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও আলাদা করে ইসরায়েলের প্রতি অনুরোধ জানিয়েছেন, গাজায় বেসামরিক মানুষদের জীবন বাঁচাতে তারা যেন আরও সতর্ক হয়। বুধবার (১৪ ডিসেম্বর) ওয়াশিংটনের কাছে একটি চিকিৎসা গবেষণাকেন্দ্রে আয়োজিত অনুষ্ঠান শেষে বাইডেন সাংবাদিকদের বলেন, ‘আমি চাই কীভাবে বেসামরিকদের জীবন বাঁচানো যাবে, সে বিষয়টিকে তারা যেন গুরুত্ব দেয়। এর জন্য হামাসের বিরুদ্ধে হামলা থামাতে হবে না, কিন্তু তাদের আরও বেশি সতর্ক হতে হবে।’ যদিও শুরু থেকেই গাজায় ইসরায়েলের হামলাকে সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তবে গাজা উপত্যকায় বেসামরিক নিহত হওয়ার সংখ্যা বাড়তে থাকায় ঘনিষ্ঠ মিত্রদেশগুলোর মধ্যে মতবিরোধ দেখা দিচ্ছে। গেলো মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বাইডেন বলেছেন, ফিলিস্তিনের গাজায় ‘নির্বিচার’বোমা হামলা চালানোর মধ্য দিয়ে ইসরায়েল আন্তর্জাতিক সমর্থন হারাতে শুরু করেছে। এখন পর্যন্ত ইসরায়েলি কর্তৃপক্ষের ব্যাপারে এটাই তাঁর সবচেয়ে কড়া প্রতিক্রিয়া। তবে বুধবার এক ভিডিও বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁরা যুদ্ধ চালিয়ে যাবেন। কোনো কিছুতেই ইসরায়েলকে থামানো যাবে না। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনও বলেছেন, আন্তর্জাতিক সমর্থন থাকুক বা না থাকুক, হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ চলবে।

এ সম্পর্কিত আরও পড়ুন গাজায় | যুদ্ধ | দ্রুত | শেষ | করতে | যুক্তরাষ্ট্রের | আহ্বান