আর্কাইভ থেকে ক্রিকেট

এশিয়া কাপ জয়ে পর যতো টাকা পেলো বাংলাদেশ দল

এশিয়া কাপ জয়ে পর যতো টাকা পেলো বাংলাদেশ দল
আরব আমিরাতের মাটিতে তাদেরকেই হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয় করে বাংলাদেশ।  এশিয়া জয়ের পর এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) বড় অঙ্কের টাকা প্রাইজমানি দিয়েছে টাইগার যুবারদের। ফাইনাল জয়ের পর মাহফুজুর রহমান রাব্বির দলের হাতে উঠেছে ১৫ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১৬ লাখ ৬০ হাজার বেশি। এবারের আসরে সর্বোচ্চ রানসংগ্রাহক শিবলি। ৫ ম্যাচে ৭৫ দশমিক ৬ গড়ে ৩৭৮ রান করেছেন এই ব্যাটার। ইনফর্ম এই ব্যাটার টুর্নামেন্ট-সেরার পুরস্কার জিতেছেন। পুরস্কার হিসেবে ৭৫০ মার্কিন ডলার পেয়েছেন তিনি। উল্লেখ্য, রোববার (১৭ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে দুর্দান্ত ফর্মে থাকা ওপেনার আশিকুর রহমান শিবলীর ১২৯ রানে ভর করে ৮ উইকেটে ২৮২ রান তুলেছিল বাংলাদেশের যুবারা। জবাবে রান তাড়ায় আমিরাতকে ২৪ দশমিক ৫ ওভারে ৮৭ রানে অল-আউট করে ১৯৫ রানে জিতেছে বাংলাদেশ।

এ সম্পর্কিত আরও পড়ুন এশিয়া | কাপ | জয়ে | যতো | টাকা | পেলো | বাংলাদেশ | দল