বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগ শুরু হয়েছিল হার দিয়ে। তবে দ্বিতীয় ম্যাচেই জয়ের স্বাদ পেল স্প্যানিশ দলটি। সুইজারল্যান্ডের ক্লাব ইয়াং বয়েজকে উড়িয়ে দিয়ে নিজেদের অর্ধে জয় এনেছে তারা।
ইয়াং বয়েজের বিপক্ষে ৫-০ গোলের জয় তুলে নেয় বার্সেলোনা। নিজেদের মাঠে যতটুকু দাপট দেখানোর, তার পুরোটাই আদায় করে নেয় তারা। এই ম্যাচে জোড়া গোল করেছেন রবার্ট লেভানডফস্কি। একটি করে গোল এসেছে রাফিনিয়া, ইনিগো মার্তিনেসের পা থেকে। একটি আত্মঘাতী গোলও পেয়েছে বার্সা।
মোনাকোর বিপক্ষে হারের পর ঘুরে দাঁড়ানোর তাড়না ছিল বার্সেলোনার। লা লিগায় জেতার ধারা অব্যহত ছিল স্প্যানিশ ক্লাবটির। অবশ্য নিজেদের শেষ ম্যাচে ওসাসুনার বিপক্ষে ৪-২ গোলে হেরেছে তারা।
ম্যাচের শুরুতে ৮ মিনিটের মাথায় গোল তুলে নেন লেভানডফস্কি। এরপর ৩৪ মিনিটে রাফিনিয়া ও ৩৭ মিনিটে মার্তিনেস গোল করেন। দ্বিতীয়ার্ধে লেভানডফস্কি তার দ্বিতীয় গোলটি করেন। এরপর ইয়াং বয়েজের হতাশা আরও বেড়ে যায় ৮১ মিনিটের মাথায় আত্মঘাতী গোল হজম করার পর।
শেষ পর্যন্ত ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা।
এম এইচ//