আর্কাইভ থেকে আন্তর্জাতিক

‘হামাসের সবচেয়ে বড় সুড়ঙ্গ’ খুঁজে পাওয়ার দাবি ইসরায়েলের

‘হামাসের সবচেয়ে বড় সুড়ঙ্গ’ খুঁজে পাওয়ার দাবি ইসরায়েলের
গাজা সীমান্তের কাছে ‘হামাসের সবচেয়ে বড় সুড়ঙ্গ’ খুঁজে পাওয়ার কথা জানিয়েছে ইসরায়েল। সুড়ঙ্গটি হামাসের অন্যান্য সুড়ঙ্গের মত সরু নয়। এটি কংক্রিট এবং লোহায় মোড়ানো। সুড়ঙ্গটি সীমান্ত পর্যন্ত বিস্তৃত বলে জানিয়েছে ইসরায়েল। সোমবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, গেলো ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। জিম্মি করে নিয়ে যায় অনেককে। এরপরই গাজায় হামলা শুরু করে ইসরায়েল বাহিনী। কিন্তু হামলা চালাতে গিয়ে শত শত কিলোমিটারের সুড়ঙ্গ খুঁজে পায় ইসরায়েল বাহিনী। এখন সেই সুড়ঙ্গ ধ্বংস করতে মরিয়া তেল আবিব। নতুন যে সুড়ঙ্গটি খুঁজে পেয়েছে ইসরায়েল, সেটি মাটির ৫০ মিটার গভীরে অবস্থিত এবং এটির উচ্চতা ও প্রস্থ ৩ মিটার। এখানে বিদ্যুৎ সুবিধাও রয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা জানান, এরেজ সীমান্ত ক্রসিং থেকে কয়েকশ’ মিটার দূরে এ সুড়ঙ্গটির প্রবেশমুখের সন্ধান মিলেছে। এটির দৈর্ঘ্য চার কিলোমিটারের বেশি বা প্রায় আড়াই মাইল। গেলো ৭ অক্টোবরের হামলায় সুড়ঙ্গটি ব্যবহার করা হয়েছিল। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি রোববার (১৭ ডিসেম্বর) বলেন, এ সুড়ঙ্গ বানাতে বহু বছর সময় লেগেছে। লাখো ডলার ব্যয় করা হয়েছে। এর ভেতর দিয়ে অনায়াসে গাড়ি চালানো যাবে।

এ সম্পর্কিত আরও পড়ুন হামাসের | সবচেয়ে | বড় | সুড়ঙ্গ | খুঁজে | পাওয়ার | দাবি | ইসরায়েলের