আর্কাইভ থেকে জাতীয়

নির্বাচনে ১৬ জন পর্যবেক্ষক থাকবেন : জাপান রাষ্ট্রদূত

নির্বাচনে ১৬ জন পর্যবেক্ষক থাকবেন : জাপান রাষ্ট্রদূত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে জাপান থেকে ৩ জন পর্যবেক্ষক আসবেন। তাদের সহযোগিতার জন্য জাপান দূতাবাসের আরও ১৩ জনের একটি টেকনিক্যাল টিম যুক্ত হবে এই পর্যবেক্ষণে। সব মিলিয়ে ১৬ জন পর্যবেক্ষণের জন্য ইসিতে নিবন্ধন করা হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। এর আগে আজ দুপুরে  রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) এ বৈঠক শুরু হয়। বৈঠকে ইসি সচিব মো. জাহাংগীর আলমসহ কমিশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন। উল্লেখ্য, তফসিল অনুযায়ী আজ থেকে শুরু হচ্ছে নির্বাচনী প্রচারণা।

এ সম্পর্কিত আরও পড়ুন নির্বাচনে | ১৬ | জন | পর্যবেক্ষক | থাকবেন | | জাপান | রাষ্ট্রদূত