আর্কাইভ থেকে ক্রিকেট

প্রতীক পেয়ে যা বললেন সাকিব

প্রতীক পেয়ে যা বললেন সাকিব
বিশ্ব ক্রিকেটে রাজত্ব করা অলরাউন্ডার সাকিব আল হাসানের এবার পালা রাজনীতির মাঠে রাজত্ব করার। দ্বাদশ জাতীয় নির্বাচনে মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করবেন এই টাইগার অধিনায়ক। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে রিটার্নিং অফিসার ও মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন।এ সময়ে নৌকা প্রতীক পেয়ে মাগুরা বাসীকে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন সাকিব। সাকিব বলেন, ‘আমার জন্য সবই নতুন, সবই চ্যালেঞ্জিং। জেলা আওয়ামী লীগেরও পূর্ণ সহায়তা পাচ্ছি। আমার কাজ অনেক সহজ করে দিচ্ছে। আশা করব, এ ধরনের সহযোগিতা আওয়ামী লীগের কাছ থেকে পেয়ে যাব, আমার কাজ সহজ হবে।’ তিনি আরও বলেন, ‘এই আসনের ভোটাররাই ঠিক করবেন, পরের ৫ বছর কে তাদের হয়ে কাজ করবে। তাদের প্রতিনিধি তাদেরই বেছে নিতে হবে। সবাই যেন কেন্দ্রে এসে ভোট দেয়। যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারবে। আমি আশা করবো, আমাকেই ভোট দেবে, আর যদি না দেয় তাতেও আপত্তি নেই। আমি চাই সবাই ভোটাধিকার প্রয়োগ করুক। এটা তাদের গণতান্ত্রিক অধিকার।’

এ সম্পর্কিত আরও পড়ুন প্রতীক | পেয়ে | সাকিব