আর্কাইভ থেকে বাংলাদেশ

সুন্দরবনে যাচ্ছেন ডেনমার্কের রাজকুমারী

সুন্দরবনে যাচ্ছেন ডেনমার্কের রাজকুমারী

ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন সাতক্ষীরা যাচ্ছেন আজ । বুধবার (২৭ এপ্রিল) সকাল ৯টায় হেলিকপ্টারযোগে তার সাতক্ষীরা পৌঁছানোর কথা রয়েছে। 

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন সাতক্ষীরার তথ্য ও গণসংযোগ কর্মকর্তা মোজাম্মেল হক।

তিনি জানান,  সকাল ৯টায় ডেনমার্কের রাজকুমারী ম্যারি সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জে নির্ধারিত স্থানে হেলিকপ্টারযোগে পৌঁছাবেন। এরপর যাবেন উপকূলবাসীর সঙ্গে সময় কাটাতে।

মোজাম্মেল হক আরও বলেন, আজ দুপুরে খাবেন বরসা রিসোর্টে, ঘুরবেন সুন্দরবনের কলাগাছিয়াতে। অতিথির নিরাপত্তার কথা বিবেচনায় বিটিভি ও পিআইডি ছাড়া অন্য কেউ খবর সংগ্রহ করতে পারবেন না।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনীর স্টেশন অফিসার নুরুল আমিন বলেন, সুন্দরবনে সর্বত্র নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে। সুন্দরবনে সব ধরনের নৌযান ও পর্যটক প্রবেশ বন্ধ থাকবে।

তাসনিয়া রহমান

 

এ সম্পর্কিত আরও পড়ুন সুন্দরবনে | যাচ্ছেন | ডেনমার্কের | রাজকুমারী