আর্কাইভ থেকে ক্রিকেট

বাউন্সের নতুন নিয়ম আইপিএলে

বাউন্সের নতুন নিয়ম আইপিএলে
আগামী মৌসুম থেকে আইপিএলের প্লেয়িং কন্ডিশনে বাউন্সে দেখা যাবে নতুন একটি নিয়ম। ওভারপ্রতি দুটি বাউন্সার করতে পারবেন বোলাররা। আইসিসির নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক টি-টোয়েন্টির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, ওভারপ্রতি একটি বাউন্সার বৈধ বলে গণ্য করা হয়। এরপর থেকে ডাকা হয় নো বল। আইপিএলে সেটি বাড়িয়ে করা হচ্ছে দুটি। অর্থাৎ ওভারে তৃতীয় বাউন্সারের ক্ষেত্রে নো বল ডাকা হবে। বাউন্সারের নিয়ম বদলালেও গতবার যুক্ত হওয়া ‘ইমপ্যাক্ট প্লেয়ার’-এর নিয়ম থাকছে এবারও। এ নিয়মে ম্যাচের যে কোনো সময় একাদশের বাইরে থেকে একজন খেলোয়াড়কে নামানো যায়। ভারতে জাতীয় নির্বাচনের কারণে বিশ্বের সব থেকে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ লিগের সূচি এখনো প্রকাশ হয়নি।  তবে ২২ মার্চ থেকে মে মাসের শেষ পর্যন্ত ১০ দলের এ লিগ হবে বলে জানা গেছে।  

এ সম্পর্কিত আরও পড়ুন বাউন্সের | নতুন | নিয়ম | আইপিএলে