আর্কাইভ থেকে ফুটবল

আলভারেজের নৈপুণ্যে ব্রাজিলিয়ান ক্লাবকে হারিয়ে বিশ্বকাপ জিতলো ম্যানসিটি

আলভারেজের নৈপুণ্যে ব্রাজিলিয়ান ক্লাবকে হারিয়ে বিশ্বকাপ জিতলো ম্যানসিটি
ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। দলটির হয়ে জোড়া গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। শুক্রবার রাতে সৌদি আরবে ইউরোপ ও লাতিন আমেরিকার দুই চ্যাম্পিয়ন দলের লড়াই জমেনি একদমই। খেলার প্রথম মিনিট পূর্ণ হবার আগেই এগিয়ে যায় সিটি। ২৭তম মিনিটে নিনোর আত্মঘাতী গোল দ্বিগুণ হয় অবদান। আলভারেজের সহযোগিতায় ৭২তম মিনিটে ব্যবধান ৩-০ করেন ফোডেন। একপেশে ম্যাচের ৮৮তম মিনিটে ব্যবধান আরও বাড়ান আলভারেজ। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগের সঙ্গে এফএ কাপ শিরোপা জিতেছিল সিটি। এই মৌসুমে উয়েফা সুপার কাপের সঙ্গে জিতল ক্লাব বিশ্বকাপ। ২০২৩ সালে পেপ গার্দিওলার দল জিতলো মোট ৫টি শিরোপা।

এ সম্পর্কিত আরও পড়ুন আলভারেজের | নৈপুণ্যে | ব্রাজিলিয়ান | ক্লাবকে | হারিয়ে | বিশ্বকাপ | জিতলো | ম্যানসিটি