আর্কাইভ থেকে আন্তর্জাতিক

তুরস্ক সব হুমকির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে: এরদোগান

তুরস্ক সব হুমকির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে: এরদোগান
তুরস্ক সব হুমকির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। বললেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। প্রধান বিরোধী রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) পিকেকেপন্থি গ্রিন লেফট পার্টিকে (ওয়াইএসপি) সহযোগিতা করায় তিনি তাদের উদ্দেশে এই সতর্কবার্তা দেন। রাজধানী আঙ্কারায় সোমবার (২৫ ডিসেম্বর) তুর্কি কবি মেহমেত আকিফের স্মরণসভায় বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সংবাদমাধ্যম ডেইলি সাবাহরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এরদোগান বলেন, দলগুলো পিকেকে সন্ত্রাসীদের মতো একই বক্তৃতা ব্যবহার করে। তাদের সঙ্গে সন্ত্রাসীদের মতো আচরণ করা হবে। নির্বাচনি জোট স্বার্থের ভিত্তিতে তাদের আদর্শ একীভূত হয়েছে। তিনি বলেন, আমরা কখনই তাদেরকে আমাদের জাতীয় ইচ্ছার বিরুদ্ধে, আমাদের গণতন্ত্রের সুযোগ-সুবিধা ব্যবহার করে অতর্কিত হামলার অনুমতি দেব না। তিনি তাদেরকে নিজের ইচ্ছা ছাড়াই রাজনৈতিক পুতুল বলে অভিহিত করেছেন। এরদোগান বলেন, রাজনৈতিক ইস্যু কাজে লাগিয়ে যারা সন্ত্রাসবাদকে সমর্থন করে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত রাখতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। সম্প্রতি তুরস্কে ১২ সেনা নিহতের জন্য পিকেকের নিন্দা করার জন্য গেলো সপ্তাহে একটি যৌথ ঘোষণা জারি করেছিল। ১২ সেনা হত্যার বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি নিয়েছে তুরস্ক, তুর্কি সশস্ত্র বাহিনী (টিএসকে) ইরাক ও সিরিয়ায় পিকেকে লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য একাধিক বিমান হামলার ঘোষণা দিয়েছে দেশটি।

এ সম্পর্কিত আরও পড়ুন তুরস্ক | হুমকির | বিরুদ্ধে | লড়াই | চালিয়ে | এরদোগান