আর্কাইভ থেকে জাতীয়

পাকিস্তানের নির্বাচনে প্রথম হিন্দু নারী প্রার্থী! কে এই সাভেরা প্রকাশ?

পাকিস্তানের নির্বাচনে প্রথম হিন্দু নারী প্রার্থী! কে এই সাভেরা প্রকাশ?
আসছে বছরের ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় পাকিস্তানের জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো হিন্দু সম্প্রদায়ের এক নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বুনের জেলার পিকে-২৫ সাধারণ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন সাভেরা প্রকাশ নামে ওই নারী প্রার্থী। নির্বাচনে সাভেরার প্রার্থী হওয়ার মধ্য দিয়ে পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে এই প্রথম এমন এক ঘটনা ঘটলো যা বিশ্বের রাজনৈতিক ও সামাজিক দুই প্রেক্ষপটেই গুরুত্বপূর্ণ।নির্বাচনি দৌড়ে সাভেরার অংশগ্রহণ পাকিস্তানের সামাজিক পরিস্থিতিতে নারীদের অবস্থান ও সংখ্যালঘু অবস্থানের মতো প্রশ্ন নাড়িয়ে দিয়েছে। পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)সাম্প্রতিক সংশোধনীতে সাধারণ আসনে নারী প্রার্থীদের পাঁচ শতাংশ অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন। এর ফলে বিভিন্ন দল থেকেও নারী প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। তবে হিন্দু সম্প্রদায়ের কোনো নারী এই প্রথমবার নির্বাচনে অংশগ্রহণ করছেন। এটি পাকিস্তানের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকলো। পাকিস্তানের সামা টিভির প্রতিবেদনে বলা হয়,গত ২৩ ডিসেম্বর একটি সাধারণ আসনে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন সাভেরা।একই সঙ্গে সাভেরা প্রকাশ বুনে জেলার প্রথম নারী প্রার্থীও। সাভেরার বাবা ওম প্রকাশও অবসরপ্রাপ্ত চিকিৎসক ও পিপিপি এর সক্রিয় সদস্য। কে এই সাভেরা প্রকাশ? ৩৫ বছর বয়সী সাভেরা প্রকাশ পেশায় একজন চিকিৎসক। সাভেরা তাঁর বাবা ওম প্রকাশের পদাঙ্ক অনুসরণ করে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে আশাবাদী। এখন দল সমর্থন করলে তিনি পাকিস্তান পিপলস পার্টির হয়ে লড়বেন। পাকিস্তানের অ্যাবোটাবাদ ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ থেকে স্নাতক পাশ করেন সাভেরা। বর্তমানে বুনে জেলার পিপিপি নারী শাখার সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছেন। কেন নির্বাচনে আসলেন? নারীদের উন্নতি, নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং তাদের অধিকারের পক্ষে জোর গলায় কথা বলার ইচ্ছা নিয়েই নির্বাচনের মাঠে নেমেছেন সাভেরা প্রকাশ। তিনি নির্বাচিত হলে এ সক্রান্ত সব সমস্যা সমাধানের চেষ্টা করবেন। সাভেরা জোর দিয়ে বলেন, ‘মানবতার সেবা করা তার রক্তে রয়েছে।’ সাভেরা প্রকাশের বাবাও ছিলেন চিকিৎসক এবং পাকিস্তান পিপলস পার্টির স্থানীয় নেতা। বাবার পদাঙ্ক অনুসরণ করার এবং এলাকার সুবিধাবঞ্চিতদের জন্য কাজ করার কথা তুলে ধরেছেন সাভেরা প্রকাশ। তিনি সেসব ক্ষেত্রে কাজ করতে চান যেখানে নারীদের অধিকার দমিয়ে রাখা হয়েছে এবং সমানাধিকারকে উপেক্ষা করা হয়েছে। সাভেরা প্রকাশ নিজে চিকিৎসক হওয়ায় কর্মজীবনে দেখেছেন সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা। সাধারণ জনগণের ন্যায্য পাওনা পাইয়ে দেয়ার আন্তর্নিহিত আকাঙ্খা থেকেই একজন নির্বাচিত বিধায়ক হওয়ার সিন্ধান্ত নিয়েছেন সাভেরা।

এ সম্পর্কিত আরও পড়ুন পাকিস্তানের | নির্বাচনে | প্রথম | হিন্দু | নারী | প্রার্থী | কে | সাভেরা | প্রকাশ