আর্কাইভ থেকে আন্তর্জাতিক

মৃদু ভূমিকম্পে কাঁপলো আসাম

মৃদু ভূমিকম্পে কাঁপলো আসাম
ভারতের রাজ্য আসামের তেজপুর জেলায় আজ বুধবার (২৭ ডিসেম্বর) মৃদু মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির ভূমিকম্পবিষয়ক জাতীয় সংস্থা (এনসিএস) জানিয়েছে, বুধবার ভোর ৫টা ৫৫ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটি মৃদু মাত্রায় হলেও বাসিন্দাদের মধ্যে কিছুক্ষণের জন্য আতঙ্ক সৃষ্টি করে। সংবাদমাধ্যম লাইভ মিন্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এর আগে চলতি বছর ১২ ফেব্রুয়ারি ভূমিকম্পে কেঁপে উঠে আসাম রাজ্য। স্থানীয় সময় বিকেল ৪টা ১৮ মিনিটে রাজ্যের নগাঁও জেলায় এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক শূন্য। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এ তথ্য নিশ্চিত করে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। এর আগে, চলতি মাসের শুরুর দিকে মনিপুরের উখরুল এলাকায় একই মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সাত দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্পে সিরিয়া ও তুরস্ক যখন বিধ্বস্ত তখন ভারত থেকে এ ধরনের খবর পাওয়া যায়। ৬ ফেব্রুয়ারি তুরস্ক-সিরিয়ায় সাত দশমিক আট মাত্রার ওই বিধ্বংসী ভূমিকম্প আঘাত হনে।

এ সম্পর্কিত আরও পড়ুন মৃদু | ভূমিকম্পে | কাঁপলো | আসাম