আর্কাইভ থেকে জাতীয়

বিজিবির ডগ স্কোয়াডও থাকবে নির্বাচনের মাঠে :মহাপরিচালক

বিজিবির ডগ স্কোয়াডও থাকবে নির্বাচনের মাঠে :মহাপরিচালক
আসন্ন সংসদ নির্বাচনে নাশকতা ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সাথে নির্বাচনের মাঠে বিজিবির বিশেষ প্রশিক্ষিত ডগ স্কোয়াডও থাকবে। বললেন সংস্থাটির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামে  জিইসি কনভেনশন সেন্টারে বিজিবি সদস্যদের অস্থায়ী ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের  তিনি এ কথা বলেন। বিজিবির ডিজি বলেন,  নির্বাচনে বিজিবি মোতায়েনের পর চট্টগ্রাম থেকে সফর শুরু করেছি। চট্টগ্রামে ১৭৭ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছেন। কমিশনের নির্দেশনা অনুযায়ী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত বিজিবি মাঠে থাকবে। অতন্দ্র প্রহরী হিসেবে এবছরও নির্বাচনে যাতে সহিংসতা না হয় এবং আইনশৃঙ্খলার অবনতি যাতে না হয় সেটি নিশ্চিতে আমাদের প্রতিটি সদস্য দায়িত্ব পালন করবে। তিনি আরও বলেন, লোকজন যেন ভোট দেয়ার জন্য উৎসাহিত হয় এবং ভোটকেন্দ্রে আসতে তাদের কোনো ঝুঁকি না থাকে সে বিষয়গুলো আমরা নিশ্চিত করব। ভোটগ্রহণ ও গণনার ক্ষেত্রে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে রিটার্নিং অফিসার ও প্রিজাইডিং অফিসারের চাহিদা মোতাবেক আমরা কাজ করব। উল্লেখ্য, সারা দেশে বিজিবি মূলত  মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে।

এ সম্পর্কিত আরও পড়ুন বিজিবির | ডগ | স্কোয়াডও | থাকবে | নির্বাচনের | মাঠে | মহাপরিচালক