আর্কাইভ থেকে জাতীয়

বিসিএস পরীক্ষায় নকল, প্রার্থী বহিষ্কার

বিসিএস পরীক্ষায় নকল, প্রার্থী বহিষ্কার
৪৪ তম বিসিএসের লিখিত পরীক্ষায় নকল করার দায়ে এক প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত প্রার্থীর পরীক্ষা বাতিলসহ ওই বছর ও পরবর্তী এক বছর কমিশন কর্তৃক অনুষ্ঠিতব্য যেকোনো পরীক্ষার জন্য এবং কমিশন কর্তৃক বিজ্ঞাপিত যেকোনো পদে আবেদন করার জন্য অযোগ্য ঘোষণা করা হলো। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৪তম বিসিএসে লিখিত পরীক্ষার হলে নকলের চেষ্টা করায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ‘অপরাধমূলক আচরণের জন্য শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ নীতিমালা-২০০০’ অনুযায়ী কমিশন কর্তৃক এই রেজিস্ট্রেশন (১১০৩৮৬৯২) নম্বরধারী প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। এই রেজিস্ট্রেশন (১১০৩৮৬৯২) নম্বরধারী প্রার্থীর ৪৪তম বিসিএস পরীক্ষা বাতিলসহ ওই বছর ও পরবর্তী এক বছর কমিশন কর্তৃক অনুষ্ঠিতব্য যেকোনো পরীক্ষার জন্য এবং কমিশন কর্তৃক বিজ্ঞাপিত যেকোনো পদে আবেদন করার জন্য অযোগ্য ঘোষণা করা হলো। এ ছাড়া ৪৪তম বিসিএসে লিখিত পরীক্ষায় এই রেজিস্ট্রেশন (১১০৩৫৭৫২) নম্বরধারী প্রার্থী আবশ্যিক দুটি বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত থাকায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন তার উত্তরপত্র বাতিল করেছে। এই প্রার্থীর সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের পরীক্ষার উত্তরপত্র বাতিল করা হয়েছে। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন বিসিএস | পরীক্ষায় | নকল | প্রার্থী | বহিষ্কার