আর্কাইভ থেকে বাংলাদেশ

শিলাইহে রোববার থেকে শুরু হচ্ছে রবীন্দ্র জন্মবার্ষিকী

শিলাইহে রোববার থেকে শুরু হচ্ছে রবীন্দ্র জন্মবার্ষিকী

কুষ্টিয়ার শিলাইহে আগামীকাল রোববার ২৫ বৈশাখ (৮ মে) থেকে তৃতীয় বারের মতো বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের  ১৬১ তম  জন্মবার্ষিকী জাতীয় পর্যায়ে উদযাপন হতে যাচ্ছে।

উৎসব সফল করতে কুঠিবাড়ী ও তার আঙ্গিনাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। প্রত্মতত্ব অধিদপ্তর, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে রবীন্দ্র জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা, সংগীতানুষ্ঠান, কবিতা আবৃতিসহ তিনদিন ব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে।

আগামী ২৫ বৈশাখ (৮ মে) দুপুর আড়াইটায় অনুষ্ঠানের উদ্ধোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সাংস্কৃতিক অনুষ্ঠান করতে রবীন্দ্র মঞ্চে প্যান্ডেল নির্মাণসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বৈরি আবহাওয়ার জন্য থাকছে বাড়তি ব্যবস্থা। আগত রবীন্দ্র ভক্ত, দর্শনার্থী, অতিথিদের নিরাপত্তার জন্য নেয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

রবীন্দ্রনাথের জীবনের গুরুত্বপুর্ণ সময় কেটেছে শিলাইদহে তাই এখানকার গুরুত্ব অনেক। তৃতীয় বারের মতো এবার শিলাইদহে উদযাপিত হচ্ছে ১৬১ তম জন্মবার্ষিকী।

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ হোসেন এমপির সভাপতিত্বে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ীর রবীন্দ্র মঞ্চে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর, স্বারক বক্তব্য রাখবেন প্রফেসর সনৎ কুমার সাহা, বিশেষ অতিথির বক্তব্য রাখবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি বেগম সিমিন হোসেন রিমি এমপি, ধন্যবাদ জ্ঞাপন করবেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।

দ্বিতীয় দিনের অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন কুষ্টিয়া কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সরোয়ার জাহান বাদশা। স্বারক বক্তব্য রাখবেন ঢকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৈয়দ আজিজুল হক, লেখক ও গবেষক এ্যাডঃ লালিম হক, কবি ও সাহিত্যিক আলম আরা জুঁই প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।

তৃতীয় ও সমাপনী দিনে রবীন্দ্র মঞ্চে প্রধান অতিথির বক্তব্য রাখবেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখবেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম। অনুষ্ঠানে স্বারক বক্তব্য রাখবেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নুরুল হুদা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সরোয়ার মুর্শেদ রতন, শিলাইদহ রবীন্দ্র সংসদের সভাপতি এস এম আফজাল হোসেন, স্বাগত বক্তব্য রাখবেন কুষ্টিয়া জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মৃণাল কান্তি দে, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।

প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১২ টা পর্যন্ত কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি রবীন্দ্র সংসদসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের রবীন্দ্রনাথের লেখা গান, কবিতা ও নাটক নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হবে। কুঠিবাড়ীর বাইরে বসেছে বিশাল জায়গা জুড়ে গ্রামীণ মেলা। মেলায় নাগর দোলা, চরকি, গলম জিলাপি, রবীন্দ্রনাথের ছবি সম্বলিত ক্যাপ, টি শার্টসহ হরেক রকমের পসরা।

‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে’, এ বিখ্যাত সংগীতসহ দুই হাজার ২৩২টি গানের অধিকাংশই কুষ্টিয়ার এ শিলাইদহে বসে লিখেছেন কবি গুরু। এখান থেকেই গীতাঞ্জলী অনুবাদ করে ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম বাঙালি হিসেবে সাহিত্যে অর্জন করেছেন নোবেল পুরস্কার।

এ সম্পর্কিত আরও পড়ুন শিলাইহে | রোববার | শুরু | হচ্ছে | রবীন্দ্র | জন্মবার্ষিকী