ক্রিকেট

ওয়ানডে থেকে অবসরের ঘোষণা ওয়ার্নারের

ওয়ানডে থেকে অবসরের ঘোষণা ওয়ার্নারের
পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিবেন ডেভিড ওয়ার্নার। এর মধ্যেই ওয়ানডে ক্রিকেট থেকে ক্যারিয়ার ইতি টানার ঘোষণা দিলেন এই ওজি ওপেনার। অস্ট্রেলিয়ার হয়ে শুধু টি-টোয়েন্টি চালিয়ে যাবেন। অবসরের সিদ্ধান্ত নিলেও একটা পথ খোলা রেখেছেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড চাইলে, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন ওয়ার্নার। আজ সোমবার সিডনিতে এক সংবাদ সম্মেলনে ওয়ার্নার বলেন, ‘আমি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। ভারতে বিশ্বকাপ জেতাটা একটি বড় অর্জন ছিল। ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর ফলে আমি অন্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলতে পারব। আর আমার অবসরে অস্ট্রেলিয়াকে তরুণ ক্রিকেটাররা এগিয়ে নেবে। আমি জানি সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। সামনের দুই বছর আমি যদি ভালো ক্রিকেট খেলি এবং দলের কাউকে দরকার হয়, আমি থাকব।’    

এ সম্পর্কিত আরও পড়ুন ওয়ানডে | অবসরের | ঘোষণা | ওয়ার্নারের