বাংলাদেশ

নির্বাচন ইস্যুতে সিইসির সঙ্গে বৈঠক করলো আইআরআই এবং এনডিআই

নির্বাচন ইস্যুতে সিইসির সঙ্গে বৈঠক করলো আইআরআই এবং এনডিআই
মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)  ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) যৌথ প্রতিনিধি দল  নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছে। তবে,সাক্ষাতের পর প্রতিনিধি দলের সদস্যরা গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। সোমবার (১ জানুয়ারি) বিকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইআরআই ও এনডিআই ৫ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করেন। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এনডিআই ও আইআরআইয়ের ৫ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে কমিশনের একটি মিটিং হয়েছে। মিটিংটা কনফিডেন্সিয়াল। তারা মিডিয়াকে কিছু ডিসক্লজ না করতে অনুরোধ করেছে। তারা আমাদের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছে। তিনি আরও বলেন, নিরাপত্তা পরিকল্পনা, নির্বাচনি সামগ্রী কীভাবে পৌঁছাচ্ছে, কোড অব কনডাক্টে মাইনরিটি ইস্যুসগুলো আছে কিনা— এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।  

এ সম্পর্কিত আরও পড়ুন নির্বাচন | ইস্যুতে | সিইসির | সঙ্গে | বৈঠক | করলো | আইআরআই | এনডিআই