আন্তর্জাতিক

আসামে বাস-ট্রাকের সংঘর্ষে, নিহত ১২

আসামে বাস-ট্রাকের সংঘর্ষে, নিহত ১২
ভারতের আসাম রাজ্যের গোলাঘাট জেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। বুধবার (৩ জানুয়ারি) সকালে গোলাঘাট জেলার দেরগাঁওয়ের কাছে বালিজান এলাকায় এ ‍দুর্ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। ভয়াবহ এ দুর্ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির বার্তা সংস্থা এএনআই। এক্সে (সাবেক টুইটার) করা এক পোস্টে ওই ভিডিওতে দেখা যাচ্ছে, দুর্ঘটনাকবলিত বাসটির সামনের দিকের অর্ধেক অংশ দুমড়েমুচড়ে গেছে। গোলাঘাট জেলার পুলিশ সুপার রাজেন সিং বার্তা সংস্থা এএনআইকে জানান, বুধবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। তার কথায়, একদল লোক বহনকারী বাসটি গোলাঘাট জেলার কামারবান্ধা এলাকা থেকে টিলিঙ্গা মন্দিরের দিকে যাচ্ছিল। পরে বালিজান এলাকায় একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়, ট্রাকটি জোড়হাটের দিক থেকে উল্টো দিকে আসছিল। ঘটনাস্থল থেকে ১০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত ২৭ জনকে জোরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। পরে সেখানে আরও দুইজনের মৃত্যু হয়। দুর্ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে জানিয়ে রাজেন সিং বলেন, আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।

এ সম্পর্কিত আরও পড়ুন আসামে | বাসট্রাকের | সংঘর্ষে | নিহত | ১২