জাতীয়

এবারের ভোটে কোনো গন্ডগোল চাই না: প্রধানমন্ত্রী

এবারের ভোটে কোনো গন্ডগোল চাই না: প্রধানমন্ত্রী
এবারের ভোটে কোনো গন্ডগোল চাই না। যে যাকে খুশি ভোট দেবে। ভোটটা অনেক জরুরি। ভোটে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। বললেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৩ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে ভার্চুয়াল নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, যুক্তরাষ্ট্রের কাছে গ্যাস বিক্রি করতে রাজি হয়নি বলে, ২০০১ সালের নির্বাচনে ষড়যন্ত্রের শিকার হয় দল। গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় আসে বিএনপি। আর ক্ষমতায় এসেই লুটপাট ও দুর্নীতি শুরু করে তারা। দলটির সন্ত্রাস ও দুর্বৃত্তায়নের জবাব ৭ জানুয়ারিতে ভোটের মাধ্যমে দিতে হবে। তিনি বলেন, কোনো রকম কোনো দুর্ঘটনা যেন না হয়, সে সহনশীলতা আপনাদের দেখাতে হবে। নির্বাচনে যার যার ভোট শান্তি মত দেবে। সে পরিবেশটা আমাদের রক্ষা করতে হবে। মনে রাখতে হবে, এই নির্বাচনটা বাংলাদেশের জন্য একান্তভাবে জরুরি। কারণ বাংলাদেশকে নিয়ে অনেক রকম খেলা অনেকে খেলতে চায়। শেখ হাসিনা বলেছেন, ভোট চুরি করে ক্ষমতায় থাকতে চেয়েছিল খালেদা জিয়া, কিন্তু থাকতে পারেনি। ভোট চুরি করলে জনগণ মেনে নেয় না। তিনি বলেন, আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়ার পতন ঘটে। ৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি নির্বাচন হয়। তারপর পদত্যাগ করতে বাধ্য হয়। কিন্তু ওদের শিক্ষা হয়নি। তাই ২০০১ সালে ক্ষমতায় এসে আবারও ভোট কারচুপি, ভোট চুরি, জনগণের ভাগ্য নিয়ে খেলা শুরু করে। তাদের দুঃশাসনের কারণে দেশে ইমার্জেন্সি (জরুরি অবস্থা জারি) হয়। এদিন রংপুর বিভাগের গাইবান্ধা জেলা, রাজশাহী বিভাগের রাজশাহী জেলা ও মহানগর, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলা এবং চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলা, কুমিল্লা উত্তর-দক্ষিণ জেলা ও মহানগর এবং চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার নির্বাচনী জনসভা করছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন এবারের | ভোটে | কোনো | গন্ডগোল | চাই | প্রধানমন্ত্রী