দেশজুড়ে

নির্বাচনী জনসভা করার অনুমতি পেলেন এ কে আজাদ

নির্বাচনী জনসভা করার অনুমতি পেলেন এ কে আজাদ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদকে ১৩ শর্তে নির্বাচনী জনসভা করার অনুমতি দিয়েছে ফরিদপুর জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর ২টা থেকে সরকারি রাজেন্দ্র কলেজ সংলগ্ন মাঠে জনসভার আয়োজন করতে পারবেন তিনি। ফরিদপুর জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গেলো ২৮ ডিসেম্বর নির্বাচনী জনসভা করার অনুমতি চেয়ে ফরিদপুর জেলা প্রশাসক বরাবর আবেদন করেন এ কে আজাদ। জনসভার অনুমতি দেয়া হলেও এ ক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দিয়েছে জেলা প্রশাসন। শর্তগুলো হলো: ১. সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ ও অন্যান্য বিধি-বিধান যথাযথভাবে মেনে চলতে হবে। ২. আবেদনকারী কর্তৃক স্বেচ্ছাসেবক দ্বারা জনসভা স্থল এবং আশপাশে আইনশৃঙ্খলা রক্ষা করতে হবে। ৩. আইন-শৃঙ্খলা বিঘ্ন হতে পারে- এমন বক্তব্য প্রদান করা যাবে না। ৪. জনসভা চলাকালীন আইনশৃঙ্খলা পরিপন্থী ও জনস্বার্থ বিরোধী কার্যকলাপ করা যাবে না। ৫. আইন-শৃঙ্খলার কোনো অবনতি ঘটলে, তার দায়-দায়িত্ব আবেদনকারীকেই বহন করতে হবে। ৬. উসকানিমূলক ও মানহানিকর বক্তব্য প্রদান করা যাবে না। ৭. জনচলাচলের বিঘ্ন ঘটানো যাবে না। ৮. আযান ও নামাজের সময় সব ধরনের সাউন্ড সিস্টেম বন্ধ রাখতে হবে। ৯. নিজস্ব স্বেচ্ছাসেবক দ্বারা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ১০. মাইক বা শব্দযন্ত্রের ব্যবহার সীমাবদ্ধ রাখতে হবে। ১১. জনসভা স্থল ভিডিও ধারণের ব্যবস্থা থাকতে হবে ও জনসভা স্থল সিসিটিভির আওতায় আনতে হবে। ১২. ৪ জানুয়ারি বেলা ২টা থেকে সমাবেশ শুরু করে বিকেল সাড়ে ৫টার মধ্যে জনসভা শেষ করতে হবে। ১৩. আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে যেকোনো সময় বর্ণিত জনসভা বন্ধ করা যাবে।

এ সম্পর্কিত আরও পড়ুন নির্বাচনী | জনসভা | করার | অনুমতি | পেলেন | এ | কে | আজাদ